menu-iconlogo
huatong
huatong
avatar

Tiptip brishty by Taposh

Himadrihuatong
Himadrii🇱🇷huatong
Lirik
Rekaman
Music

এলেই যদি কেন চলে যাবে এখনি

ও তুমি

একটু পরেই শুরু হবে টিপ টিপ বৃষ্টি

ভিজে যাবে তুমি ও

বন্ধু তুমি থাকো যদি পাশে

বসে রবো নিরালায়

মন যে কখন দিয়ে দেব

তোমার ঐ চোখের ইশারায়

এই মন জানেনা যে কতটা ভালবাসে

এই রাতের আধার হয়ে খোঁজে আশেপাশে

বন্ধু তুমি জানোনা জানোনা

কত ভালবাসি তোমাকে, (x2)

যেতে যেতে বহুদূরে চলে গেলে তুমি

মিছেমিছি অভিমানে চোখে এলো পানি (x2)

যেওনা তুমি অবেলায় দূরে কোন অজানায় যেখানে আমি নাই,(x)

তোমায় আমি খুঁজি

খুঁজি আপন মনে

স্বপ্নে আছো মিশে তুমি আছো জাগরণে (x2)

এই মন জানেনা যে কতটা ভালবাসে

এই রাতের আধার হয়ে খোঁজে আশেপাশে

বন্ধু তুমি জানোনা জানোনা

কত ভালবাসি তোমাকে,

এলেই যদি কেন চলে যাবে এখনি

ও তুমি

একটু পরেই শুরু হবে টিপ টিপ বৃষ্টি

ভিজে যাবে তুমি ও টিপ টিপ বৃষ্টি,

এখনতো সময় ভালবাসার,

এ'দুটি হৃদয় কাছে আসার,

তুমিও যে একা আমিও যে একা লাগে যে ভালো,

ওপ্রিও......

ওপ্রিও......

ওপ্রিও......

ওপ্রিও......

এখনতো সময় ভালবাসার,

এ'দুটি হৃদয় কাছে আসার,

তুমিও যে একা আমিও যে একা লাগে যে ভালো,

ওপ্রিও......

ওপ্রিও......

ওপ্রিও......

ওপ্রিও......

Selengkapnya dari Himadri

Lihat semualogo

Kamu Mungkin Menyukai