menu-iconlogo
huatong
huatong
avatar

<<<মা তুমি আমার আগে যেও না গো মরে>>>

hossainhuatong
MdJibon_star_star610huatong
Lirik
Rekaman
<<>>

মা তুমি আমার আগে যেও না গো মরে,

মা তুমি আমার আগে যেওনা গো মরে,

আমি কেমন করে দেবো মাটি তোমার কবরে,

আমি কেমন করে দেবো মাটি তোমার কবরে,

মা তুমি আমার আগে যেও না গো মরে,

মা তুমি আমার আগে যেওনা গো মরে,

<<>>

নরম ও বিছানাই তুমি থাকো মাগো,

বসলে বসো সিতল পাটিতে,

আমি কেমন করে সেই তোমাকে,,,,,,,,মা,,,,,,

সোহাবো গো শকতো মাটিতে,

সোহাবো গো শকতো মাটিতে,

দশ মাস দশ দিন ধরে যে আমাকে,

রেখোছো মা তোমার যঠরে,

তুমি আমার আগে যেওনা গো মরে,

মা তুমি আমার আগে যেওনা গো মর,

<<>>

অনেক আদরের ছেলে তোমার আমি,

একলা ফেলে দুরে থেকো না,

আমি কেমন করে দিন কাটাবো,,,,,,,,মা,,,,,,,

তোমায় ছেড়ে ভেবে দেখনা,

একবার তুমি ভেবে দেখনা,

এই প্রিথিবীর আলো আমায় যে দেখালো,

তাকে মাটি দিবো কি করে,,,,,,,

তুমি আমার আগে যেওনা গো মরে,

মা তুমি আমার আগে যেও না গো মরে,

মা তুমি আমার আগে যেওনা গো মরে,

আমি কেমন করে দেবো মাটি তোমার কবরে,

আমি কেমন করে দেবো মাটি তোমার কবরে,

মা তুমি আমার আগে যেওনা গো মরে,

মা তুমি আমার আগে যেওনা গো মরে,

<<>>

Selengkapnya dari hossain

Lihat semualogo

Kamu Mungkin Menyukai