আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রাহমানির রাহিম
হে রাসূল তোমায় ভালবাসি
অন্তরে শুধুই মুখে নয়
জান্নাতের আশায় নয় হে রাসূল
জাহান্নাম কেও ডরি না
জান্নাতের আশায় নয় হে রাসুল
জাহান্নাম কেও ডরিনা
হে রাসুল তোমায় ভালবাসি
অন্তরে শুধুই মুখে নয়
জান্নাতের আশায় নয় হে রাসূল
জাহান্নাম কেউ ডরিনা
জান্নাতের আশায় নয় হে রাসূল
জাহান্নামকেও ডরিনা
তোমায় পাওয়ার আশায়
মন ছুটে যায় মদিনায়
তোমায় পাওয়ার আশায়
মন ছুটে যায় মদিনায়
এ আশিকে দিদার দাও না
আর দূরে থাকিও না
এই আশিকে দিদার দাও না
আর দূরে থাকিও না
হে রাসুল তোমায় ভালবাসি
অন্তরে শুধু মুখে নয়
জান্নাতের আশায় নয় হে রাসূল
জাহান্নাম কেউ ডরিনা
জান্নাতের আশায় নয় হে রাসুল
জাহান্নামকেও ডরিনা
তোমার ওই নাম শুনিলাম
এই চোখে দেখলাম না
তোমার ওই নাম শুনিলাম
এই চোখে দেখলাম না
এই সুর যদি শুনে থাকো
একবার দেখা দাও না
এই সূর যদি শুনে থাকো
একবার দেখা দাও না
হে রাসুল তোমায় ভালবাসি
অন্তরে শুধুই মুখে নয়
জান্নাতের আশায় নয় হে রাসূল
জাহান্নাম কেউ ডরিনা
জান্নাতের আশায় নয় হে রাসূল
জাহান্নামকেও ডরিনা
কত আশিক যায় মদিনায়
তব রওজায়ে আতহায়
কত আশিক যায় মদিনায়
তব রওজায়ে আতহায়
এই গরিবের আরজি শোন
মোরে খাবে দেখা দাও না
এই গরিবেরই আরজি শোন
মোরে খাবে দেখা দাও না
হে রাসুল তোমায় ভালবাসি
অন্তরে শুধুই মুখে নয়
জান্নাতের আশায় নয় হে রাসূল
জাহান্নাম কেউ ডরি না
জান্নাতের আশায় নয় হে রাসুল
জাহান্নামকেও ডরি না
((((সমাপ্ত))))