menu-iconlogo
huatong
huatong
avatar

Mane Na Mon

Imran/PUJAhuatong
ms7845huatong
Lirik
Rekaman
জীবনে ..কি আছে আর তুমি ছাড়া

যাও যদি দূরে হয়ে যাই দিশেহারা

যাবোনা ..কথা দিলাম..তোমাকে ছুঁয়ে

সারাদিন সারাক্ষন পাশেরবো ছায়া হয়ে

ও ....মানেনা মন ভাবে অকারণ

দূরে গেলে বাড়ে জ্বালা

লাগে যে ভয় যদি কিছু হয়

থেমে যায় পথ ও চলা

মানেনা মন ভাবে অকারণ

দূরে গেলে বাড়ে জ্বালা

লাগে যে ভয় যদি কিছু হয়

থেমে যায় পথ ও চলা

রোজ হয় দেখা তবু লাগে একা

মন চায় আরো কাছে যাই

ভাবনার নদী ছুটে নিরবধি

তুমি আছো ঋদয়ে তাই ....

রোজ হয় দেখা তবু লাগে একা

মন চায় আরো কাছে যাই

ভাবনার নদী ছুটে নিরবধি

তুমি আছো ঋদয়ে তাই ....

জীবনে ..কি আছে আর তুমি ছাড়া

যাও যদি দূরে হয়ে যাই দিশেহারা

ও ....মানেনা মন ভাবে অকারণ

দূরে গেলে বাড়ে জ্বালা

লাগে যে ভয় যদি কিছু হয়

থেমে যায় পথ ও চলা

মানেনা মন ভাবে অকারণ

দূরে গেলে বাড়ে জ্বালা

লাগে যে ভয় যদি কিছু হয়

থেমে যায় পথ ও চলা

আ আ ...আ আ আ ...আ আ আ ...আ আ

আ আ ...আ আ আ ...আ আ আ ...আ আ

ঘুম নেই চোখে থাকি রাত জেগে

আঁধারে তোমায় দেখতে পাই

খুব কাছাকাছি তুমি আমি আছি

তারপর ও কি যেনো নাই .....

ঘুম নেই চোখে থাকি রাত জেগে

আঁধারে তোমায় দেখতে পাই

খুব কাছাকাছি তুমি আমি আছি

তারপর ও কি যেনো নাই .....

জীবনে ..কি আছে আর তুমি ছাড়া

যাও যদি দূরে হয়ে যাই দিশেহারা

ও ....মানেনা মন ভাবে অকারণ

দূরে গেলে বাড়ে জ্বালা

লাগে যে ভয় যদি কিছু হয়

থেমে যায় পথ ও চলা

মানেনা মন ভাবে অকারণ

দূরে গেলে বাড়ে জ্বালা

লাগে যে ভয় যদি কিছু হয়

থেমে যায় পথ ও চলা

Selengkapnya dari Imran/PUJA

Lihat semualogo

Kamu Mungkin Menyukai