menu-iconlogo
huatong
huatong
imran-mahmudulatiya-anisha-megher-khame-cover-image

Megher Khame

Imran Mahmudul/Atiya Anishahuatong
gummirumpa1huatong
Lirik
Rekaman
কতশত অনুভবে, আবদারে

তোর হাসিতে গল্প লিখি বারে বারে

কতশত অনুভবে, আবদারে

তোর হাসিতে গল্প লিখি বারে বারে

ছিলো যত শূন্যতা, পেয়েছে আজ পূর্ণতা

তোরই মাঝে হয়ে গেছি নিলাম

মেঘেরই খামে, রোদের শিরোনামে

ভালোবাসি তোকে জানিয়ে দিলাম

মেঘেরই খামে, রোদের শিরোনামে

ভালোবাসি তোকে জানিয়ে দিলাম

ভাসি চল আকাশের ওই নীলিমায়

ইচ্ছেরই ডানা মেলে

আজ মন তোর সাথে হারাতে চায়

রংধনুর ওই মিছিলে

মিষ্টি কিছু বলে, আঙুল রেখে আঙুলে

তোরই পাশে থাকতে এলাম

মেঘেরই খামে, রোদের শিরোনামে

ভালোবাসি তোকে জানিয়ে দিলাম

মেঘেরই খামে, রোদের শিরোনামে

ভালোবাসি তোকে জানিয়ে দিলাম

উড়ি চল সুখেরই নীল জোছনায়

স্বপ্নেরই রাত্রি ছুঁয়ে

দু′টি চোখ তোর গায়ে জড়াতে চায়

আবেগে বিভোর হয়ে

বৃষ্টি সিঁড়ি বেয়ে, হৃদয় রেখে হৃদয়ে

তোরই ছবি আঁকতে এলাম

মেঘেরই খামে, রোদের শিরোনামে

ভালোবাসি তোকে জানিয়ে দিলাম

মেঘেরই খামে, রোদের শিরোনামে

ভালোবাসি তোকে জানিয়ে দিলাম

(মেঘেরই খামে, রোদের শিরোনামে)

ভালোবাসি তোকে জানিয়ে দিলাম

(মেঘেরই খামে, রোদের শিরোনামে)

ভালোবাসি তোকে জানিয়ে দিলাম

Selengkapnya dari Imran Mahmudul/Atiya Anisha

Lihat semualogo

Kamu Mungkin Menyukai