menu-iconlogo
huatong
huatong
imran-mahmudul--cover-image

বলতে বলতে চলতে চলতে

Imran Mahmudulhuatong
peelchessclubhuatong
Lirik
Rekaman
বলতে চেয়ে মনে হয়

বলতে তবু দেয় না হৃদয়

কতটা তোমায় ভালোবাসি

চলতে গিয়ে মনে হয়,

দূরত্ব কিছু নয়

তোমারি কাছেই ফিরে আসি।

তুমি তুমি তুমি শুধু এই মনের

আনাচে কানাচে…

সত্যি বলনা কেউ কি প্রেম হীনা

কখনো বাঁচে…

তুমি তুমি তুমি শুধু এই মনের

আনাচে কানাচে…

সত্যি বলনা কেউ কি প্রেম হীনা

কখনো বাঁচে…

বলতে চেয়ে মনে হয়

বলতে তবু দেয় না হৃদয়

কতটা তোমায় ভালোবাসি

মেঘের খামে আজ তোমার নামে

উড়ো চিঠি পাঠিয়ে দিলাম

পড়ে নিও তুমি মিলিয়ে নিও

খুব যতনে তা লিখেছিলাম

মেঘের খামে আজ তোমার নামে

উড়ো চিঠি পাঠিয়ে দিলাম

পড়ে নিও তুমি মিলিয়ে নিও

খুব যতনে তা লিখেছিলাম

ও চায় পেতে আরো মন

পেয়েও এত কাছে

বলতে চেয়ে মনে হয়

বলতে তবু দেয় না হৃদয়

কতটা তোমায় ভালোবাসি

মন অল্পতে প্রিয় গল্পতে

কল্পনায় স্বপ্ন আঁকে

ভুল ত্রুটি আবেগী খুঁনসুটি

সারাক্ষন তোমায় ছুঁয়ে রাখে

মন অল্পতে প্রিয় গল্পতে

কল্পনায় স্বপ্ন আঁকে

ভুল ত্রুটি আবেগী খুঁনসুটি

সারাক্ষন তোমায় ছুঁয়ে রাখে

ও চায় পেতে আরো মন

পেয়েও এত কাছে

বলতে চেয়ে মনে হয়

বলতে তবু দেয় না হৃদয়

কতটা তোমায় ভালোবাসি…

Selengkapnya dari Imran Mahmudul

Lihat semualogo

Kamu Mungkin Menyukai