menu-iconlogo
huatong
huatong
avatar

Tri Bhuboner Priyo Muhammad By Emon Chowdhury

Isfaq (Sam's Family)huatong
nyzhir20huatong
Lirik
Rekaman
Tri Bhuboner Priyo Muhammad (ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ)

Lyricist : Kazi Nazrul Islam

Saz Instrumental By Emon Chowdhury

Uploaded by Isfaq (Sam's Family)

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ,

এলো রে দুনিয়ায়..

আয় রে সাগর আকাশ বাতাস,

দেখবি যদি আয়..

আয় রে সাগর আকাশ বাতাস,

দেখবি যদি আয়।

Uploaded by Isfaq (Sam's Family)

ধূলির ধরা বেহেশ্‌তে আজ,

জয় করিলো দিলরে লাজ

আজকে খুশির ঢল নেমেছে,

ধূসর সাহারায়..

আয় রে সাগর আকাশ বাতাস,

দেখবি যদি আয়..

আয় রে সাগর আকাশ বাতাস,

দেখবি যদি আয়।

Uploaded by Isfaq (Sam's Family)

দেখ আমিনা মায়ের কোলে,

দোলে শিশু ইসলাম দোলে

কচি মুখে শাহাদাতের,

বাণী সে শোনায়..

আয় রে সাগর আকাশ বাতাস,

দেখবি যদি আয়..

আয় রে সাগর আকাশ বাতাস,

দেখবি যদি আয়।

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ,

এলো রে দুনিয়ায়..

আয় রে সাগর আকাশ বাতাস,

দেখবি যদি আয়..

আয় রে সাগর আকাশ বাতাস,

দেখবি যদি আয়।

Uploaded by Isfaq (Sam's Family)

Selengkapnya dari Isfaq (Sam's Family)

Lihat semualogo

Kamu Mungkin Menyukai