menu-iconlogo
huatong
huatong
avatar

Khuje pawa ek shite

Ishan Mitra/Ikkshita Mukherjeehuatong
pimpjuice92592huatong
Lirik
Rekaman
খুঁজে পাওয়া এক শীতে

হারিয়েছি পানসীতে

লেখা রাত পারসিতে

তোমার গায়

খুঁজে পাওয়া এক শীতে

হারিয়েছি পানসীতে

লেখা রাত পারসিতে

তোমার গায়

ঘুম ভাঙা আলপিনে

নাবালক রাত দিনে

দেখারা তোমায় চিনে

পথ হারায়

মেখেছে আলোর রেখা

রূপোলি হিজল শাখা

নেই কোনো উঠোন ফাঁকা

হিম ঘনায়

খুঁজে পাওয়া এক শীতে

হারিয়েছি পানসীতে

লেখা রাত পারসিতে

তোমার গায়ে

অচেনা বিদেশি হাওয়া

জোনাকি ফেরত পাওয়া

তোমারই নামের ছায়া

ঘুম পাড়ায়

অচেনা বিদেশি হাওয়া

জোনাকি ফেরত পাওয়া

তোমারই নামের ছায়া

ঘুম পাড়ায়

যেটুকু প্রহর বাকি

সুপটু হাতের ফাঁকি

কিছুটা সময় আঁকি

জামার গায়

সে জামা হলুদ ভোরে

তোমারই কপোল জুড়ে

ঠোঁটের অনতিদূরে

রোদ পোহায়

খুঁজে পাওয়া এক শীতে

হারিয়েছি পানসীতে

লেখা রাত পারসিতে

তোমার গায়

ঘুম ভাঙা আলপিনে

নাবালক রাত দিনে

দেখারা তোমায় চিনে

পথ হারায়

মেখেছে আলোর রেখা

রূপোলি হিজল শাখা

নেই কোনো উঠোন ফাঁকা

হিম ঘনায়

খুঁজে পাওয়া এক শীতে

হারিয়েছি পানসীতে

লেখা রাত পারসিতে

তোমার গায়

খুঁজে পাওয়া এক শীতে

হারিয়েছি পানসীতে

লেখা রাত পারসিতে

তোমার গায়

Selengkapnya dari Ishan Mitra/Ikkshita Mukherjee

Lihat semualogo

Kamu Mungkin Menyukai