menu-iconlogo
huatong
huatong
jaima-noor-baba-mane-hajar-bikel-cover-image

Baba mane hajar bikel.

Jaima Noorhuatong
𒆜©️apt🇧🇩Fahim𒆜ꪜꫀꫀ𝘳𒆜huatong
Lirik
Rekaman
বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা

বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা

বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা

বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা

বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন

বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ

বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন

বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ

আমি যত এলোমেলো ভুলের অভিধান

বাবা তুমি সময় মত সহজ সমাধান

জীবনের টানা পোড়ে কিছুই না জানি

আমার গানের স্বরলিপি তোমার মাঝে খুঁজি

বাবার কাছে হইনা কালো আমি কোনদিনই

বাবা ডাকে আদর করে আমায় সোনামনি

বাবার কাছে হইনা কালো আমি কোনদিনই

বাবা ডাকে আদর করে আমায় সোনামনি

ও ও ও …………………

বাবা মানে অনেক চাওয়া

বাবা মানে অনেক পাওয়া

বাবা মানে ছোট্ট শূন্যতা

বাবা মানে অনেক পূর্ণতা

ছেলেবেলা হাতছানি দেয় আজও সকাল সাজে

আমি বড় হয়নি আজও বাবা তোমার কাছে

চিরদিনই থাকবে বলো তুমি আমার সাথে

মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে

বেলা শেষে তুমি আজও অনেক অভিমানী

কেউ না জানুক আমি জানি তোমার সোনামনি

বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা

বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা

বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন

বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ

বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ

হো হো হো..আ আ..

Selengkapnya dari Jaima Noor

Lihat semualogo

Kamu Mungkin Menyukai