menu-iconlogo
huatong
huatong
james-bijli-cover-image

Bijli বিজলী চলে যেও না

Jameshuatong
TAPOS👦Majumder🅰♏🅱🇧🇩huatong
Lirik
Rekaman
চোখের দেখাই মনের দেখা হয়

চোখের দেখাই যদি মনে রয়

ভালোবেসে তোমরা তাকে কি বলবে

কি বলবে ?

ও বিজলী চলে যেও না

ও বিজলী চলে যেও না

সব কথা কি খুলে বলা যায়

কিছু হবে চোখের ইশারায় গো বন্ধু

কিছু হবে চোখের চাহনিতে সইগো।

কি বলবে ?

ও বিজলী চলে যেও না।

ও বিজলী চলে যেও না ।

মনে আমার ধরেছে নেশা

বুকে আমার কামনার তৃষ্ণা

রূপের যাদু বড় যাদু গো

মনের মায়া বড় মায়া গো

মায়ার জালে পরছি ধরা

ও বিজলী…

ও বিজলী চলে যেও না

ও বিজলী চলে যেও না।

তোমায় আমি করেছি নিশানা

মনের আড়াল হতে দিব না

হিয়ায় বাঁধা পরেছে হিয়া

কনো দিনও ছেড়ে যেও না গো সোনা

যাইও না যাইও না চলিয়া

ও বিজলী…

ও বিজলী চলে যেও না।

ও বিজলী চলে যেও না।

চোখের দেখাই মনের দেখা হয়

চোখের দেখাই যদি মনে রয়

ভালোবেসে তোমরা তাকে কি বলবে

কি বলবে ?

ও বিজলী চলে যেও না

ও বিজলী চলে যেও না

সব কথা কি খুলে বলা যায়

কিছু হবে চোখের ইশারায় গো বন্ধু

কিছু হবে চোখের চাহনিতে সই গো

ও বিজলী…

ও বিজলী চলে যেও না

ও বিজলী চলে যেও না ।।

ও বিজলী চলে যেও না

ও বিজলী চলে যেও না

যেও না যেও না বিজলী

চলে যেও না

যেও না……………..

…………..

Selengkapnya dari James

Lihat semualogo

Kamu Mungkin Menyukai