menu-iconlogo
huatong
huatong
james-maa-by-james-cover-image

Maa By James

Jameshuatong
mollakhohuatong
Lirik
Rekaman
দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারণ

কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন

হটাত কোথায় না বলে হারিয়ে গেলো

জন্মান্তরের বাধন কোথা হারাল

সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে

খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে

রাতের তারা আমায় কি তুই বলতে পারিস

কোথায় আছে কেমন আছে মা?

ভোরের তারা রাতের তারা মাকে জানিয়ে দিস

অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না

মায়ের কোলে শুয়ে হারানো সে সুখ

অন্য মুখে খুঁজে ফিরি সেই প্রিয় মুখ

অনেক ঋণের জালে মাগো বেধেছিলে তাই

বিষাদের অভয়ারণ্যে ভয় তবু পাই

সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে

খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে

রাতের তারা আমায় কি তুই বলতে পারিস

কোথায় আছে কেমন আছে মা?

ভোরের তারা রাতের তারা মাকে জানিয়ে দিস

অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না

সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে

খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে

রাতের তারা আমায় কি তুই বলতে পারিস

কোথায় আছে কেমন আছে মা?

ভোরের তারা রাতের তারা মাকে জানিয়ে দিস

অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না

Selengkapnya dari James

Lihat semualogo

Kamu Mungkin Menyukai