menu-iconlogo
huatong
huatong
avatar

Khelaghor Badhte Legechi খেলাঘর বাঁধতে

Jayati Chakrabortyhuatong
patrickhecklerhuatong
Lirik
Rekaman
আমার মনের ভিতরে

খেলাঘর বাঁধতে লেগেছি

কত রাত তাই তো জেগেছি

বলবো কী তোরে

খেলাঘর বাঁধতে লেগেছি...

Follow me

প্রভাতে পথিক ডেকে যায়

অবসর পাই নে আমি হায়

প্রভাতে পথিক ডেকে যায়

অবসর পাই নে আমি হায়

বাহিরের খেলায় ডাকে সে...

যাব কী করে

খেলাঘর বাঁধতে লেগেছি

যা আমার সবার হেলাফেলা

যাচ্ছে ছড়াছড়ি...

পুরোনো ভাঙা দিনের ঢেলা

তাই দিয়ে ঘর গড়ি...

যা আমার সবার হেলাফেলা

যাচ্ছে ছড়াছড়ি...

পুরোনো ভাঙা দিনের ঢেলা

তাই দিয়ে ঘর গড়ি...

যে আমার নতুন খেলার জন

তারি এই খেলার সিংহাসন

যে আমার নতুন খেলার জন

তারি এই খেলার সিংহাসন

ভাঙারে জোড়া দেবে সে...

কিসের মন্তরে

খেলাঘর বাঁধতে লেগেছি

আমার মনের ভিতরে

খেলাঘর বাঁধতে লেগেছি

কত রাত তাই তো জেগেছি

বলবো কী তোরে

খেলাঘর বাঁধতে লেগেছি...

Selengkapnya dari Jayati Chakraborty

Lihat semualogo

Kamu Mungkin Menyukai