menu-iconlogo
huatong
huatong
avatar

Prithibir Joto Sukh ami tomari

Jeet Ganngulihuatong
ctirauckerhuatong
Lirik
Rekaman
পৃথিবীর...যত সুখ

আমি তোমারি ছোঁয়াতে খুঁজে পেয়েছি

মনে হয়...তোমাকে

আমি জনম জনম ধরে চেয়েছি

পৃথিবীর...যত সুখ

আমি তোমারি ছোঁয়াতে খুঁজে পেয়েছি

মনে হয়...তোমাকে

আমি জনম জনম ধরে চেয়েছি

sathemim90643

শুধু যে তোমারই সাথী হতে

আমি তো এসেছি এ জগতে

এ জগতে চোখ মেলে চাইবার

তুমি ছাড়া আজ কিছু নাই আর

তোমারই কাছে আমি রয়েছি

ও জীবনে মরনে সাথী হয়েছি

মনে হয়...তোমাকে

আমি জনম জনম ধরে চেয়েছি

পৃথিবীর...যত সুখ

আমি তোমারি ছোঁয়াতে খুঁজে পেয়েছি

জেনেছি তো এ জীবনে আমি

তুমি এই প্রাণের চেয়ে দামি

জীবনে তো ফুরাবে না আসা

মরণেও রবে ভালোবাসা

জীবনে মরনে সাথী হয়েছি

ও তোমারই কাছে, আমি রয়েছি

মনে হয়...তোমাকে

আমি জনম জনম ধরে চেয়েছি

পৃথিবীর...যত সুখ

আমি তোমারি ছোঁয়াতে খুঁজে পেয়েছি

লা লা লা....লা লা লা

লা লা লা লা লা লা

হে হে হে....আ হা হা

আহা হা হা হা হা হা

লা লা লা....লা লা লা

লা লা লা লা লা লা লা

Selengkapnya dari Jeet Gannguli

Lihat semualogo

Kamu Mungkin Menyukai