menu-iconlogo
huatong
huatong
jf--cover-image

ওগো মা তুমি সুধু মা,,,,,

J+Fhuatong
ফরিদা+Phuatong
Lirik
Rekaman
?

ছেলেঃ ওগো মা তুমি শুধু মা

পৃথিবীতে নেই তুলনা।

জনোমো জনম ধরে মাগো।।

তোমায় ভালোবেসে যাব,

তোমার ভালোবাসা পাব।।

তোমায় ভালোবেসে যাব।

তোমার ভালোবাসা পাব।।

মেয়েঃ ওগো মা তুমি শুধু মা,

পৃথিবীতে নেই তুলনা।

জনোমো জনম ধরে মাগো।।

তোমায় ভালোবেসে যাব,

তোমার ভালোবাসা পাব।।

তোমায় ভালোবেসে যাব।।

তোমার ভালোবাসা পাবো।।

ছে+মেঃ ওগো মা তুমি শুধু মা

পৃথিবীতে নেই তুলনা।

মেয়েঃ তুমি ব্যথা পেলে

মোরা বড় ব্যথা পাই।

ছেলেঃ তুমি সুখে থাকো_

শুধু এইটুকু চাই।

মেয়েঃ তোরা বড় হবি__

আমি এই দোয়া চাই___

এই পৃথিবীতে__

আর কিছু চাওয়া নাই_

ছেলেঃ বুক্ চিরে যদি

দেখাতে পারিতাম,

এ বুকে লেখা আছে

আমারি মায়ের নাম॥

মেয়েঃএ বুকে লেখা আছে~আমারি মায়ের নাম।।

ছেলেঃ ওগো মা তুমি শুধু মা

মেয়েঃ পৃথিবীতে নেই তুলনা।

?আ আ আ আ আ আ আ আ আ আ আ?

মেয়েঃ মাগো তোমার ঋণ_

কভু শোধ হবেনা।

ছেলেঃ তুমি হারিয়ে গেলে_

মোরা বাঁচবো না।

মেয়েঃ তোরা থাকবি আমার_

এই বুক্ জুড়ে__

স্নেহ মমতা দিয়ে~

আমি রাখব ধরে।

ছেলেঃ খোদার পরে মায়ের আসন

সকলে তা জানে_

রাখবো তোমায় মোরা_

মনের সিংহাসনে।।

মেয়েঃ রাখবো তোমায় মোরা~মনের সিংহাসনে।।

ছেলেঃ ওগো মা তুমি শুধু মা

পৃথিবীতে নেই তুলনা।

জনোমো জনম ধরে মাগো।।

তোমায় ভালোবেসে যাবো,

তোমার ভালোবাসা পাবো।।

তোমায় ভালোবেসে যাবো।।

তোমার ভালোবাসা পাবো

মেয়েঃ ওগো মা তুমি শুধু মা

পৃথিবীতে নেই তুলনা।

জনোমো জনম ধরে মাগো

তোমায় ভালোবেসে যাব,

তোমার ভালোবাসা পাব।।

তোমায় ভালোবেসে যাবো।।

তোমার ভালোবাসা পাবো।

ছেলে মেয়েঃ ওগো মা তুমি শুধু মা।।

পৃথিবীতে নেই তুলনা।।

ওগো মা তুমি শুধু মা।।

ওগো মা তুমি শুধু মা।।.. . ধন্যবাদ।

Selengkapnya dari J+F

Lihat semualogo

Kamu Mungkin Menyukai