থাকতে দে আমায়
আমি চুপটি করে দেখবো
আর ডাকবো ইশারায়....
তুই চাইলে বল....
আমার সঙ্গে চল
ওই উদাস পুরের বৃষ্টিতে আজ
ভিজবো দুজোনায়....
অভিমানী মন আমার
চায় তোকে বারেবার
অভিমানী মন আমার
চায় তোকে বারেবার
তাই বলি আয়রেে ছুটে আয়....
তোরমন পাড়ায়.....
থাকতে দে আমায়
আমি চুপটি করে দেখবো আর
ডাকবো ইশারায়.....
তুই চাইলে বল....
আমার সঙ্গে চল
ওই উদাস পুরের বৃষ্টিতে আজ
ভিজবো দুজনায়....
শুধু তোকে ঘিরে....
শত স্বপ্নের ভিড়ে
এখন আমার বসবাস....
তুই এলে...জীবনে...
পাবো বাঁচার মানে
পাবো সুখেরি আভাস.....
অভিমানী মন আমার
চায় তোকে বারেবার
অভিমানী মন আমার
চায় তোকে বারেবার
তাই বলি আয় রে ছুটে আয়
ওই উদাস পুরের বৃষ্টিতে
আজ ভিজবো দুজনায়...
তোর মন পাড়ায়.....
থাকতে দে আমায়
আমি চুপটি করে দেখব
আর ডাকবো ইশারায়....
তুই চাইলে বল....
আমার সঙ্গে চল
ওই উদাস পুরের বৃষ্টিতে
আজ ভিজবো দুজনায়.....
তোর মন পাড়ায়.....
থাকতে দে আমায়
আমি চুপটি করে দেখব আর
ডাকবো ইশারায়....
তুই চাইলে বল....
আমার সঙ্গে চল
ওই উদাস পুরের বৃষ্টিতে
আজ ভিজবো দুজনায়.....
দয়াকরে গানের শেষে লাইক দিন।