menu-iconlogo
huatong
huatong
joy-bhattacharjee-kakhono-chena-vire-cover-image

Kakhono Chena Vire

Joy Bhattacharjeehuatong
sgtdsbhuatong
Lirik
Rekaman
কখনো চেনা ভীড়ে একা লাগে নিজেকে

কখনো বে-রঙিন ব্যথা কাঁদে এ বুকে

এলোমেলো ঝড়ে মন ভেঙে পড়ে

হারিয়ে যায় পরিচয়

কখনো চেনা ভীড়ে একা লাগে নিজেকে

কখনো বে-রঙিন ব্যথা কাঁদে এ বুকে

ঘিরে ধরে কত দিশাহারা মেঘ সারা ঘরে

নীরবতা রেখে সরে যায় দিন অবসরে

কাঁচ-ভাঙা ঢেউ এসে বিষ ঢেলে নিঃশ্বাসে

কাঁচ-ভাঙা ঢেউ এসে বিষ ঢেলে নিঃশ্বাসে

কেড়ে নিয়ে যায় সঞ্চয়

কখনো চেনা ভীড়ে একা লাগে নিজেকে

কখনো বে-রঙিন ব্যথা কাঁদে এ বুকে

যাকে ভাবি পাশে, সেও দেখি পর অকারণে

বেপরোয়া হাওয়া দাগ রেখে যায় অভিমানে

ধুপছায়া, চুপকথা, বেমানান শূন্যতা

ধুপছায়া, চুপকথা, বেমানান শূন্যতা

যেন মুখোশের অভিনয়

কখনো চেনা ভীড়ে একা লাগে নিজেকে

কখনো বে-রঙিন ব্যথা কাঁদে এ বুকে

এলোমেলো ঝড়ে মন ভেঙে পড়ে

হারিয়ে যায় পরিচয়

Selengkapnya dari Joy Bhattacharjee

Lihat semualogo

Kamu Mungkin Menyukai