menu-iconlogo
huatong
huatong
joy-shahriar-onagoto-cover-image

Onagoto

Joy Shahriarhuatong
rajnis**huatong
Lirik
Rekaman
ভাবছি এবার বাঁচবো আবার নতুন করে

স্বপ্নগুলো বেচবো না আর জলের দরে

কে ছিল আর কে হারাবার হিসেব কষে

দাঁত দিয়ে আর কাটবো না নখ মুদ্রাদোষে

ভাবছি এবার বাঁচবো আবার নতুন করে

স্বপ্নগুলো বেচবো না আর জলের দরে

কে ছিল আর কে হারাবার হিসেব কষে

দাঁত দিয়ে আর কাটবো না নখ মুদ্রাদোষে

আমার ইচ্ছেগাড়ি চলবে না আর তোমার ইচ্ছেমতো

তুমি ভালো থেকো, সুখে থেকো, থেকো অনাগত

আমার ইচ্ছেগাড়ি চলবে না আর তোমার ইচ্ছেমতো

তুমি ভালো থেকো, সুখে থেকো, থেকো অনাগত

সাজবে এবার মনের বাড়ি, সাজবে আকাশনীলে

কাটবে না ক্ষণ অপেক্ষার পেন্ডুলামে দুলে

সাজবে এবার মনের বাড়ি, সাজবে আকাশনীলে

কাটবে না ক্ষণ অপেক্ষার পেন্ডুলামে দুলে

আজ নতুন দিনের সম্ভাবনায় হারাক দিন বিগত

আজ হেরে যাওয়ার ভয়ে আমার নেই পালাবার ছুতো

আমার ইচ্ছেগাড়ি চলবে না আর তোমার ইচ্ছেমতো

তুমি ভালো থেকো, সুখে থেকো, থেকো অনাগত

হাজার কূলে মন ভেড়ালে কোন খেয়ালে বলো

দিনশেষে ঘরজুড়ে তোমার দুঃখ নেমে এলো

হাজার কূলে মন ভেড়ালে কোন খেয়ালে বলো

দিনশেষে ঘরজুড়ে তোমার দুঃখ নেমে এলো

আজ নতুন দিনের সম্ভাবনায় হারাক দিন বিগত

আজ হেরে যাওয়ার ভয়ে আমার নেই পালাবার ছুতো

আমার ইচ্ছেগাড়ি চলবে না আর তোমার ইচ্ছেমতো

তুমি ভালো থেকো, সুখে থেকো, থেকো অনাগত

Selengkapnya dari Joy Shahriar

Lihat semualogo

Kamu Mungkin Menyukai