menu-iconlogo
huatong
huatong
kanak-chapabrahim--cover-image

আমার ভালোবাসা তোমার প্রতি রইল

Kanak Chapa/İbrahimhuatong
⚜️⃟🦃𝙈𝙊𝙕𝙄𝘽.⚜️⃟🦃🆉🅼🅻huatong
Lirik
Rekaman
গানঃ আমার ভালোবাসা

শিল্পীঃ কনকচাঁপা ও ইব্রাহিম

সিনেমাঃ মানুষ মানুষের জন্য

মেয়েঃ আমার ভালোবাসা

তোমার প্রতি রইল

আমার ভালোবাসা

তোমার প্রতি রইল

চোখের আড়ালে

চলে গেলেও আমি

চোখের আড়ালে

চলে গেলেও আমি

মনের আঙিনায় রইব---

আমার ভালোবাসা

তোমার প্রতি রইল

মেয়েঃ জনম জনম ভরে

খুজেছি গো যারে

আজকে পেয়েছি দেখা---

ছেলেঃ হৃদয়ের কাছাকাছি

চলে এসো বন্ধু

এঁকে দেই প্রেমো রেখা

মেয়েঃ শত অচেনার মাঝে

যদিও থাকো তুমি

দেখেই চিনে লইব---

ছেলেঃ আমার ভালোবাসা

তোমার প্রতি রইল

মেয়েঃ মনের মাধুরী দিয়ে

রাঙাবো তোমাকে

যতদিন বেঁচে থাকি

ছেলেঃ প্রেমের পরশ দিয়ে

সোহাগে ভরাবো মন

হৃদয় হৃদয়ে রাখি

মেয়েঃ তুমি যে আমার

কত সাধনার ধন

তুমি যে আমার

কত সাধনার ধন

তোমারি বুকে রইবো

ছেলেঃ আমার ভালোবাসা

তোমার প্রতি রইল

মেয়েঃ আমার ভালোবাসা

তোমার প্রতি রইল

ছেলেঃ চোখের আড়ালে

চলে গেলেও আমি

মেয়েঃ চোখের আড়ালে

চলে গেলেও আমি

ছেলে/মেয়েঃ মনের আঙিনায় রইব---

আমার ভালোবাসা

তোমার প্রতি রইল

Selengkapnya dari Kanak Chapa/İbrahim

Lihat semualogo

Kamu Mungkin Menyukai