menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi Nai Kichu Nai | তুমি নাই কিছু নাই

Kanak Chapa/Khalid Hasan Miluhuatong
mstkt_whuatong
Lirik
Rekaman
আ..আ...আ....আ....!

আ..আ....আ.....!

তুমি নাই কিছু নাই

তুমি আছো সব আছে

তুমি নাই কিছু নাই...

তুমি আছো সব আছে

সাড়া পৃথিবীর প্রেম ভালোবাসা

সাড়া পৃথিবীর প্রেম ভালোবাসা

পেয়েছি তোমার কাছে

তুমি নাই কিছু নাই....

তুমি আছো সব আছে।

তোমাকে ভালোবাসি জীবন দিয়ে

মন বলে এ তো খুব অল্প

এক জীবনের ভালোবাসা নাকি

দু"কথায় লেখা ছোট গল্প

ইচ্ছে করে আমি লুকাই যেন

ইচ্ছে করে আমি লুকাই যেন

তোমারি বুকের মাঝে

তুমি নাই কিছু নাই...

তুমি আছো সব আছে।

আমাকে ভালোবেসে দিলে তুমি

আমাকে ভালোবেসে দিলে তুমি

সাড়া পৃথিবীর সুর ছন্দ

মন বলে পাইনি কিছুই আমি

হয়েছি প্রেমে শুধু অন্ধ

দেখেছি আমি এক সুখেরি নীড়

দেখেছি আমি এক সুখেরি নীড়

তোমারি চোখের মাঝে

তুমি নাই কিছু নাই

তুমি আছো সব আছে

তুমি নাই কিছু নাই....

তুমি আছো সব আছে

সাড়া পৃথিবীর প্রেম ভালোবাসা

সাড়া পৃথিবীর প্রেম ভালোবাসা

পেয়েছি তোমার কাছে

তুমি নাই কিছু নাই ...

তুমি আছো সব আছে।

Selengkapnya dari Kanak Chapa/Khalid Hasan Milu

Lihat semualogo

Kamu Mungkin Menyukai