menu-iconlogo
huatong
huatong
kanak-chapa-boro-shadh-jage-cover-image

Boro Shadh Jage

Kanak Chapahuatong
popingu2huatong
Lirik
Rekaman
বড় সাধ জাগে

একবার তোমায় দেখি

কতোকাল দেখিনি তোমায়

একবার তোমায় দেখি ...

স্মৃতির জানলা খুলে চেয়ে থাকি..

স্মৃতির জানলা খুলে চেয়ে থাকি..

চোখ তুলে যতটুকু আলো আসে

সে আলোয় মন ভরে যায় ....

কতোকাল দেখিনি তোমায়

একবার তোমায় দেখি ...

আমার এই অন্ধকারে

কতো রাত কেটে গেল

আমি আধারেই রয়ে গেলাম..

আমার এই অন্ধকারে

কতো রাত কেটে গেল

আমি আধারেই রয়ে গেলাম..

তবু ভোরের স্বপ্ন থেকে সেই ছবি

ভোরের স্বপ্ন থেকে সেই ছবি

যাই এঁকে রঙ্গে রঙ্গে, সুরে সুরে..

ওরা যদি গান হয়ে যায়...

কতোকাল দেখিনি তোমায়

একবার তোমায় দেখি ...

বড় সাধ জাগে

একবার তোমায় দেখি

একবার তোমায় দেখি...

Selengkapnya dari Kanak Chapa

Lihat semualogo

Kamu Mungkin Menyukai