মেয়েঃ তোমার বুকে আমার বাড়ি 
আমার বুকে তোমার বাড়ি 
গড়িয়াছে ঐ না কারি গড়ে 
বন্ধু, জিবিত কাল বড়ই ছোট... 
জিবিত কাল বড়ই ছোট 
পায় যেনো গো তোমায় আবার 
মরনেরও পরে 
ছেলেঃ তোমার বুকে আমার বাড়ি 
আমার বুকে তোমার বাড়ি 
গড়িয়াছে ঐ না কারি গড়ে 
বন্ধু,জিবিত কাল বড়ই ছোট... 
জিবিত কাল বড়ই ছোট 
পায় যেনো গো তোমায় আবার 
মরনেরও পরে 
ছেলেঃ আমার, দেহ যদি হয় রে বৃক্ষ 
তুমি প্রানের ফুল 
মেয়েঃ কিতাবেরই মত বন্ধু 
কথা তিনি ভুল 
ছেলেঃ আমার, দেহ যদি হয় রে বৃক্ষ 
তুমি প্রানের ফুল 
মেয়েঃ কিতাবেরই মত বন্ধু 
কথা তিনি ভুল 
ছেলেঃ তোমার বুকে আমার বাড়ি 
আমার বুকে তোমার বাড়ি 
গড়িয়াছে ঐ না কারি গড়ে 
মেয়েঃ বন্ধু,সাঁগর তোমার ভালোবাসা... 
সাঁগর তোমার ভালোবাসা 
নদীর মত,এই অন্তরে 
কিছুতে না ধরে 
ছেলেঃ তোমার বুকে আমার বাড়ি 
আমার বুকে তোমার বাড়ি 
গড়িয়াছে ঐ না কারি গড়ে 
মেয়েঃ বন্ধু,জিবিত কাল বড়ই ছোট... 
জিবিত কাল বড়ই ছোট 
পায় যেনো গো তোমায় আবার 
মরনেরও পরে 
ছেলেঃ আমার, এই দুটি চোঁখ চির তরে 
অন্ধ হয়ে যাক 
মেয়েঃ তোমার ভালোবাসা চোঁখে 
মনি হয়ে থাক 
ছেলেঃ আমার, এই দুটি চোঁখ চির তরে 
অন্ধ হয়ে যাক 
মেয়েঃ তোমার ভালোবাসা চোঁখে 
মনি হয়ে থাক 
ছেলেঃ তোমার বুকে আমার বাড়ি 
আমার বুকে তোমার বাড়ি 
গড়িয়াছে ঐ না কারি গড়ে 
মেয়েঃ বন্ধু,এমন তোমার ভালোবাসা... 
এমন তোমার ভালোবাসা 
আষাঢ়ে শ্রাবনে ওরে 
বৃষ্টি যেমন ঝড়ে 
ছেলেঃ তোমার বুকে আমার বাড়ি 
আমার বুকে তোমার বাড়ি 
গড়িয়াছে ঐ না কারি গড়ে 
মেয়েঃ বন্ধু,জিবিত কাল বড়ই ছোট... 
জিবিত কাল বড়ই ছোট 
পায় যেনো গো তোমায় আবার 
মরনেরও পরে