menu-iconlogo
huatong
huatong
avatar

ভালোবাসা ভালোলাগা এক নয়

Kavita Krishnamurtihuatong
markfowlerhuatong
Lirik
Rekaman
ভালোবাসা ভালো লাগা এক নয়

কবিতা কৃষ্ণমূর্তি

চোখেতে অনেক ছবি ভালো লাগে.....

আপন করে পেতে স্বাদ যে জাগে

তবু ভালোবাসা ভালোলাগা এক নয়

ভালোবাসা ......ভালোলাগা এক নয়

রংধনু রং শুধু প্রাণেতে ঝরে

উদাসী মনকে বিভোর করে

তবু ভালোবাসা ভালোলাগা এক নয়

ভালোবাসা.... ভালোলাগা এক নয়

uploaded by Emu

হয়ত আমার কথা সুন্দর

হয়ত আমার গান মিষ্টি

হয়ত আমার প্রেম নির্ঝর.......

যাদু ভরা দু চোখের দৃষ্টি.....

হৃদয়ের ভাষা বোঝা বড় দায়

ভুল করে অনেকেই প্রেমে পড়ে যায়

তবু ভালোবাসা ভালোলাগা এক নয়

ভালোবাসা ....ভালোলাগা এক নয়

uploaded by Emu

তবু যে মন

একটি স্বপ্নকে ভালোবেসে

এগিয়ে চলে সে তো ভাবাবেসে

ফুলতো ফুটবেই বাগানে

ছুটে ছুটে আসবেই অলি

যখনই জ্বলবে দ্বীপ আধাঁরে

যাবেতো পতঙ্গ জ্বলি.......

যদিও এ কথা মিথ্যে নয়

ভালোলাগা শেষে.... ভালোবাসা হয়

তবু ভালোবাসা ভালোলাগা এক নয়

ভালোবাসা... ভালোলাগা এক নয়

চোখেতে অনেক ছবি ভালো লাগে

আপন করে পেতে স্বাদ যে জাগে

তবু ভালোবাসা ভালোলাগা এক নয়

ভালোবাসা.... ভালোলাগা এক নয়

uploaded by Emu

thanks for listening

Selengkapnya dari Kavita Krishnamurti

Lihat semualogo

Kamu Mungkin Menyukai

ভালোবাসা ভালোলাগা এক নয় oleh Kavita Krishnamurti - Lirik & Cover