menu-iconlogo
huatong
huatong
kaya-ronger-dunia-cover-image

Ronger Dunia

Kayahuatong
natkinsyahuatong
Lirik
Rekaman
রঙ্গের দুনিয়া তরে চাই না চাই না

রঙ্গের দুনিয়া তরে চাই না

দিবা নিশি ভাবি যারে

দিবা নিশি ভাবি যারে

তারে যদি পাই না

রঙ্গের দুনিয়া তরে চাই না চাই না

রঙ্গের দুনিয়া তরে চাই না

বন্ধুর প্রেমে পাগলিনী

শান্তি নাই দিন রজনী

বন্ধুর প্রেমে পাগলিনী

শান্তি নাই দিন রজনী

কুলহারা কলঙ্কিনী

কুলহারা কলঙ্কিনী

কারও কাছে যাই না

রঙ্গের দুনিয়া তরে চাই না চাই না

রঙ্গের দুনিয়া তরে চাই না

প্রাণ বন্ধের সঙ্গ নিলাম

ভালোবেসে মনও দিলাম

প্রাণ বন্ধের সঙ্গ নিলাম

ভালোবেসে মনও দিলাম

আগে যাহা ভেবেছিলাম

আগে যাহা ভেবেছিলাম

এখন ভাবি তাই না

রঙ্গের দুনিয়া তরে চাই না চাই না

রঙ্গের দুনিয়া তরে চাই না

আসি বলে গেলো চলে

ভাসি সদাই নয়ন জলে

আসি বলে গেলো চলে

ভাসি সদাই নয়ন জলে

বাউল আব্দুল করিম বলে

বাউল আব্দুল করিম বলে

রঙ্গের গান আর গাই না

রঙ্গের দুনিয়া তরে চাই না চাই না

রঙ্গের দুনিয়া তরে চাই না

দিবা নিশি ভাবি যারে

দিবা নিশি ভাবি যারে

তারে যদি পাই না

রঙ্গের দুনিয়া তরে চাই না চাই না

রঙ্গের দুনিয়া তরে চাই না

রঙ্গের দুনিয়া তরে চাই না চাই না

রঙ্গের দুনিয়া তরে চাই না

Selengkapnya dari Kaya

Lihat semualogo

Kamu Mungkin Menyukai