menu-iconlogo
huatong
huatong
kazi-nazrul-islam-aruno-kanti-ke-go-cover-image

অরুণ কান্তি কে গো Aruno kanti ke go

Kazi Nazrul Islamhuatong
sujitkumarhuatong
Lirik
Rekaman
আ........ আ........

আ........আ.........

আ........

অরুণ কান্তি কে গো যোগী ভিখারী

অরুণ কান্তি কে গো যোগী ভিখারী

নীরবে হেসে দাড়াইলে এসে

নীরবে হেসে দাড়াইলে এসে

প্রখর তেজ তব নেহারিতে নারি

অরুণ কান্তি কে গো যোগী ভিখারী

অরুণ কান্তি কে গো যোগী ভিখারী।

রাস বিলাসিনী আমি আহিরিনী

রাস বিলাসিনী আমি আহিরিনী

শ্যামল কিশোর রুপ শুধু চিনি

অম্বরে হেরি আজ একি জ্যোতিঃপুঞ্জ

হে গিরীজাপতি! কোথা গিরিধারী

অরুণ কান্তি কে গো যোগী ভিখারী

অরুণ কান্তি কে গো যোগী ভিখারী।

সম্বর সম্বর মহিমা তব,

হে ব্রজেশ ভৈরব,

আমি ব্রজবালা,

সম্বর সম্বর মহিমা তব,

হে ব্রজেশ ভৈরব,

আমি ব্রজবালা,

হে শিব সুন্দর, বাঘছাল পরিহর

ধর নটবর বেশ, পর নীপমালা..

নব মেঘ চন্দনে ঢাকি অঙ্গোজ্যোতি

জ্যোতি....

নব মেঘ চন্দনে ঢাকি অঙ্গোজ্যোতি

প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবনও পতি

পার্বতী নহি আমি আমি শ্রীমতী

বিশাণ ফেলিয়া হও বাশরি ধারী

অরুণ কান্তি কে গো যোগী ভিখারী

অরুণ কান্তি কে গো যোগী ভিখারী

নীরবে হেসে দাড়াইলে এসে

নীরবে হেসে দাড়াইলে এসে

প্রখর তেজ তব নেহারিতে নারি

অরুণ কান্তি কে গো যোগী ভিখারী

অরুণ কান্তি কে গো যোগী ভিখারী।।

ধন্যবাদ সবাই কে

Selengkapnya dari Kazi Nazrul Islam

Lihat semualogo

Kamu Mungkin Menyukai