আগ্নিবীনার
ঝংকারে ফুটা
তুমি আগুনের ফুল
তোমারি গানের
ফুল দিয়ে
পূঁজা করি
কবি নজরুল
কবি নজরুল
Interlude
আজো মধুর বাঁশরী বাঁজে
বাঁজে মধুর বাঁশরী বাঁজে
গোধুলী লগনে বুকের মাঝে
গোধুলী লগনে বুকের মাঝে
মধুর বাঁশরী বাঁজে
বাঁজে মধুর বাঁশরী বাঁজে
Interlude
আজো মনে হয় সহসা কখনো
জলে ভরা দুটি ডাগর নয়ন
আজো মনে হয় সহসা কখনো
জলে ভরা দুটি ডাগর নয়ন
খনিকের ভূলে সেই চাপা ফুলে
ফেলে ছোটে যাওয়া লাজে
আজো মধুর বাঁশরী বাঁজে
বাঁজে মধুর বাঁশরী বাঁজে
Interlude
হারানো দিন বুঝি আসিবে না ফিরে
মন কাঁদে কেনো স্মৃতির তীরে..
মন... কাঁদে...
মন.... কাঁদে....
কেনো...
হারানো দিন বুঝি আসিবে না ফিরে
মন কাঁদে কেনো স্মৃতির তীরে
তবু মাঝে মাঝে আশা জাগে কেনো
আমি ভূলিয়াছি ভূলেনি সে যেনো
ঘোমতীর তীরে পাতার কুটীরে
আজো সে পথ চাহে সাঁজে
আজো মধুর বাঁশরী বাঁজে
বাঁজে মধুর বাঁশরী
মধুর বাঁশরী
মধুর বাঁশরী বাঁজে