menu-iconlogo
huatong
huatong
khalid-shorolotar-protima-cover-image

shorolotar protima সরলতার প্রতিমা

khalid খালিদhuatong
oladie2006huatong
Lirik
Rekaman
তুমি আকাশের বুকে

বিশালতার উপমা

তুমি আমার চোখেতে

সরলতার প্রতিমা

আমি তোমাকে গড়ি

ভেঙেচুরে শতবার

রয়েছ তুমি বহুদূরে

আমাকে রেখে ছলনায়

এ হৃদয় ভেঙে গেলে

জানো কি তা

লাগে না লাগে না জোড়া

লাগে না লাগে না জোড়া

আমারই পথে তোমার ছায়া

পড়লে আড়াল করে

থমকে সে যাবে জীবন গতি

সেকি তোমার অজানা

রয়েছ তুমি বহুদূরে

আমাকে রেখে ছলনায়

এই হৃদয় ভেঙে গেলে

জানো কি তা

লাগে না লাগে না জোড়া

লাগে না লাগে না জোড়া

শ্রাবণ বেলায় তোমার কথা ভেবে

বিষণ্ন এই মন

আসার পথে দিয়েছি পাড়ি

যেথা তোমার বিচরণ

রয়েছ তুমি বহুদূরে

আমাকে রেখে ছলনায়

এই হৃদয় ভেঙে গেলে

জানো কি তা

লাগে না লাগে না জোড়া

লাগে না লাগে না জোড়া

তুমি আকাশের বুকে

বিশালতার উপমা

তুমি আমার চোখেতে

সরলতার প্রতিমা

আমি তোমাকেই গড়ি

ভেঙেচুরে শতবার

রয়েছ তুমি বহুদূরে

আমাকে রেখে ছলনায়

এই হৃদয় ভেঙে গেলে

জানো কি তা

লাগে না লাগে না জোড়া

লাগে না লাগে না জোড়া

Selengkapnya dari khalid খালিদ

Lihat semualogo

Kamu Mungkin Menyukai