menu-iconlogo
huatong
huatong
khalid-mone-porena-abar-mone-pore-limon-ch-cover-image

Mone Porena Abar Mone Pore [Limon Ch]

Khalidhuatong
╬⃟🎸L͟ɪM̶ᴏN͟╬⃟🦅𝗕⭕𝗣╬⃟⚡huatong
Lirik
Rekaman
আপলোডার "লিমন চৌধুরী"

মনে পড়ে না, আবার মনে পড়ে

ভালো লাগে না, আবার ভালো লাগে

মনে পড়ে না, আবার মনে পড়ে

ভালো লাগে না, আবার ভালো লাগে

ভুলে যেতে চাই, চাই না আবার মাঝে মাঝে

দুঃখ দিন কেটে যায় সুখ খুঁজে খুঁজে

মনে পড়ে না, আবার মনে পড়ে

ভালো লাগে না, আবার ভালো লাগে

আপলোডার "লিমন চৌধুরী"

কিছু স্মৃতি মনে পড়ে, কিছু পড়ে না

কাছাকাছি ছিলো যে, কেন কাছে এলো না

কিছু স্মৃতি মনে পড়ে, কিছু পড়ে না

কাছাকাছি ছিলো যে, কেন কাছে এলো না

একা একা আর একা একা

একা থেকেও নিজেকে নিয়ে থাকা

মনে পড়ে না, আবার মনে পড়ে

ভালো লাগে না, আবার ভালো লাগে

আপলোডার "লিমন চৌধুরী"

কিছু ছবি চোখে ভাসে, কিছু ভাসে না

সুখগুলো কেড়ে নিলো দিয়ে বেদনা

কিছু ছবি চোখে ভাসে, কিছু ভাসে না

সুখগুলো কেড়ে নিলো দিয়ে বেদনা

স্বপ্নেরা, ভেঙে যাওয়া স্বপ্নেরা

ভেঙে যাওয়া স্বপ্নকে গড়ে নেয়া

মনে পড়ে না, আবার মনে পড়ে

ভালো লাগে না, আবার ভালো লাগে

আপলোডার "লিমন চৌধুরী"

Selengkapnya dari Khalid

Lihat semualogo

Kamu Mungkin Menyukai