menu-iconlogo
huatong
huatong
avatar

Jibon Namer Rail Garita Payna Khuje Station

Khoka Babohuatong
🌸KHOKA🏌BABO🌸🇲.🇲.🇸huatong
Lirik
Rekaman
জীবন নামের রেলগাড়িটা

পায় না খুঁজে ইষ্টিশন

জীবন নামের রেলগাড়িটা

পায় না খুঁজে ইষ্টিশন

কোন লাইনে গেলে পাবে....

কোন লাইনে গেলে পাবে

বলবে তারে কে এখন...

ও জীবন নামের রেলগাড়িটা

পায় না খুঁজে ইষ্টিশন

জীবন নামের রেলগাড়িটা

পায় না খুঁজে ইষ্টিশন

কোথা থেকে ছেড়ে এলো

যেতে হবে কতদূর

কোনখানে তার শেষ ঠিকানা

কোনখানে তার অচিনপুর?

কোথা থেকে ছেড়ে এলো

যেতে হবে কতদূর

কোনখানে তার শেষ ঠিকানা

কোনখানে তার অচিনপুর?

কবে হবে লাইন কিলিয়ার?.....

কবে হবে লাইন কিলিয়ার

ডাকবে কবে মহাজন?

ও জীবন নামের রেলগাড়িটা

পায় না খুঁজে ইষ্টিশন

জীবন নামের রেলগাড়িটা

পায় না খুঁজে ইষ্টিশন

প্রেম আগুনে চলে গাড়ি

জ্বলে জ্বলে ফুরায় দম

সিগনালে তার থামতে হলে

থাকবে হাতে সময় কম

ও প্রেম আগুনে চলে গাড়ি

জ্বলে জ্বলে ফুরায় দম

সিগনালে তার থামতে হলে

থাকবে হাতে সময় কম

কোথায় আছে দমের মালি.....ক?

কোথায় আছে দমের মালিক?

বল আমারে বল না মন

ও জীবন নামের রেলগাড়িটা

পায় না খুঁজে ইষ্টিশন

জীবন নামের রেলগাড়িটা

পায় না খুঁজে ইষ্টিশন

কোন লাইনে গেলে পাবে......

কোন লাইনে গেলে পাবে

বলবে তারে কে এখন

ও জীবন নামের রেলগাড়িটা

পায় না খুঁজে ইষ্টিশান

জীবন নামের রেলগাড়িটা

পায় না খুঁজে ইষ্টিশন

Selengkapnya dari Khoka Babo

Lihat semualogo

Kamu Mungkin Menyukai