menu-iconlogo
huatong
huatong
avatar

Icche Gulo ইচ্ছে গুলো

Kona/Akassh Senhuatong
mrkrssll266huatong
Lirik
Rekaman
তোমার ইচ্ছে গুলো...ইচ্ছে গুলো

তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে

আমায় দিতে পারো

আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেবো আরো

তোমার ইচ্ছে গুলো...ইচ্ছে গুলো

তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে

আমায় দিতে পারো

আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেবো আরো

তুমি হাতটা শুধু ধরো আমি হবো না আর কারো

তুমি হাতটা শুধু ধরো আমি হবো না আর কারো

তোমার স্বপ্ন গুলো আমার চোখে হচ্ছে জড়সড়..

তোমার ইচ্ছে গুলো...ইচ্ছে গুলো

তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে

আমায় দিতে পারো

আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেবো আরো

তোমার আবেগ মাখা খামখেয়ালী

হাটছে আমার পিছু

আমার আসা যাওয়ার পথের বাঁকে

পাইনি অন্য কিছু

তোমার আবেগ মাখা খামখেয়ালী

হাটছে আমার পিছু

আমার আসা যাওয়ার পথের বাঁকে

পাইনি অন্য কিছু

তুমি হাতটা শুধু ধরো আমি হবো না আর কারো

তুমি হাতটা শুধু ধরো আমি হবো না আর কারো

আমার স্বপ্ন গুলো তোমার চোখে হচ্ছে জড়সড় ।

তোমার ইচ্ছে গুলো...ইচ্ছে গুলো

তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে

আমায় দিতে পারো

আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেবো আরো

আমার হৃদয় যেন বানভাসি হয়

তোমার স্রোতের টাণে

আমি তোমার কাছে যাবোই যাবো

একলা থাকার দিনে

আমার হৃদয় যেন বানভাসি হয়

তোমার স্রোতের টাণে

আমি তোমার কাছে যাবোই যাবো

একলা থাকার দিনে

তুমি হাতটা শুধু ধরো আমি হবো না আর কারো

তুমি হাতটা শুধু ধরো আমি হবো না আর কারো

তোমার স্বপ্ন গুলো আমার চোখে হচ্ছে জড়সড়..

তোমার ইচ্ছে গুলো...ইচ্ছে গুলো

তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে

আমায় দিতে পারো

আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেবো আরো

Selengkapnya dari Kona/Akassh Sen

Lihat semualogo

Kamu Mungkin Menyukai