আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ
প্রেমহীন এ জীবন
মৃত্যুর চেয়েও আরো যন্ত্রনাময়
আমার মরণ হলেই ভাল হয়
আমার মরণ হলেই ভাল হয়
প্রেমহীন এ জীবন
মৃত্যুর চেয়েও আরো যন্ত্রনাময়
আমার মরণ হলেই ভাল হয়
আমার মরণ হলেই ভাল হয়
শ্রাবণের বারিধারা ঝরে গো যেমন
ঝরালে আমার দুটি নয়ন তেমন
Music
শ্রাবণের বারিধারা ঝরে গো যেমন
ঝরালে আমার দুটি নয়ন তেমন
দাওনি আমায় প্রেম
দিয়েছো প্রেমের নামে মৃত্যুর ভয়
আমার মরণ হলেই ভাল হয়
আমার মরণ হলেই ভাল হয়
প্রেমহীন এ জীবন
মৃত্যুর চেয়েও আরো যন্ত্রনাময়
আমার মরণ হলেই ভাল হয়
আমার মরণ হলেই ভাল হয়
ভাঙ্গনের খেলা তুমি খেলেছো এমন
খরস্রোতা নদী তীর ভাঙ্গে গো যেমন
ভাঙ্গনের খেলা তুমি খেলেছো এমন
খরস্রোতা নদী তীর ভাঙ্গে গো যেমন
কেন যে কাদাতে মন
তোমারি সাথে হলো এই পরিচয়
আমার মরণ হলেই ভাল হয়
আমার মরণ হলেই ভাল হয়
প্রেমহীন এ জীবন
মৃত্যুর চেয়েও আরো যন্ত্রনাময়
আমার মরণ হলেই ভাল হয়
আমার মরণ হলেই ভাল হয়
প্রেমহীন এ জীবন
মৃত্যুর চেয়েও আরো যন্ত্রনাময়
আমার মরণ হলেই ভাল হয়
আমার মরণ হলেই ভাল হয়