menu-iconlogo
huatong
huatong
kumar-biswajit-jekhane-shimanto-tomar-cover-image

Jekhane Shimanto Tomar যেখানে সীমান্ত তোমার

Kumar Biswajithuatong
oxsweetkisses77xhuatong
Lirik
Rekaman

যেখানেই সীমান্ত তোমার

সেখানে বসন্ত আমার

ভালোবাসা হৃদয়ে নিয়ে

আমি বারে বার আসি ফিরে

ডাকি তোমায় কাছে

যেখানেই সীমান্ত তোমার

সেখানে বসন্ত আমার

ভালোবাসা হৃদয়ে নিয়ে

আমি বারে বার আসি ফিরে

ডাকি তোমায় কাছে

তুরু রুরু..তা রারা রারা..

তারারা.. রা রারারা.. রা রারা রারা রা

তারা রারা..তু রুরু রুরু..

তুরুরা..রা রারা রারা..রারা রারা রারা রা.

হাজার ফুলে ছেয়েছে যে পথ

আমি চিনি চিনি সে ঠিকানা

তোমার মনের নীরব ভাষা

সেওতো আমার আছে জানা

হাজার ফুলে ছেয়েছে যে পথ

আমি চিনি চিনি সে ঠিকানা

তোমার মনের নীরব ভাষা

সেওতো আমার আছে জানা

আমিতো চাইনা তোমার এ দ্বিধা

ভেঙ্গে দাও কাঁচেরই বাধা

সীমার বাঁধন ছিঁড়ে তুমি

ধরা দাও আমারই কাছে

যেখানেই সীমান্ত তোমার

সেখানে বসন্ত আমার

ভালোবাসা হৃদয়ে নিয়ে

আমি বারে বার আসি ফিরে

ডাকি তোমায় কাছে

তুরু রুরু..তা রারা রারা..

তারারা.. রা রারারা.. রা রারা রারা রা

তারা রারা..তু রুরু রুরু..

তুরুরা..রা রারা রারা..রারা রারা রারা রা.

ঝড়ের দিনে ভুলেছে যে পথ

আমি জানি জানি তার বেদনা

নতুন আলোর জোয়ার এনে

আমি চাই তারে দিতে আশা

ঝড়ের দিনে ভুলেছে যে পথ

আমি জানি জানি তার বেদনা

নতুন আলোর জোয়ার এনে

আমি চাই তারে দিতে আশা

তুমি কি চাওনা সোনালী দিনে

সোনালী সুখের ইশারা

কাঁটার আঘাত ভুলে তুমি

এসো এই ফুলেরই কাছে

যেখানেই সীমান্ত তোমার

সেখানে বসন্ত আমার

ভালোবাসা হৃদয়ে নিয়ে

আমি বারে বার আসি ফিরে

ডাকি তোমায় কাছে

Selengkapnya dari Kumar Biswajit

Lihat semualogo

Kamu Mungkin Menyukai