menu-iconlogo
huatong
huatong
avatar

বেহায়া Behaya

Lagnajita Chakrabortyhuatong
🎸🎸muSic_lOver_Bd🎸🎸huatong
Lirik
Rekaman
আমাদের গল্পগুলো

অল্প সময় ঘর পাতালো

তারপর পথ হারালো

তোমায় আমায় নিয়ে

আগে যদি বুঝতো তারা

মনের নদীর তল পাবে না

বেহায়া মুখ পোড়াতো

অন্য কোথাও গিয়ে

***************

আমাদের গল্পগুলো

অল্প সময় ঘর পাতালো

তারপর পথ হারালো

তোমায় আমায় নিয়ে

আগে যদি বুঝতো তারা

মনের নদীর তল পাবে না

বেহায়া মুখ পোড়াতো

অন্য কোথাও গিয়ে

আমাদের গল্পগুলো...

আমাদের গল্পগুলো

এক লাফেতেই আকাশ ছোঁয়া

আসমানী রং মাখতো

জাদুর ছড়ি দিয়ে

বোবা সব মুহূর্তদের

শুনতো কথা চুপটি করে

বলে নাকি ঘর বানাবে

রামধনুদের নিয়ে

আমাদের গল্পগুলো...

আমাদের গল্পগুলোর লাগাম ছাড়া স্বপ্ন ছিল

ভোরে তার চকচকে রোদ, বৃষ্টি ছিল রাতে

একখানা জাহাজ বাড়ি, সেখান থেকেই ঝর্ণা শুরু

কথা ছিল দুজন মিলেই স্বপ্ন দেখব তাতে

আমাদের ইচ্ছে ছিল

হারিয়ে যাব ইচ্ছে করেই

নিজেদের মন ভাঙব

নিজেই নেব জুড়ে

জীবনের নতুন বানান

লিখব দুজন আজীবনে

প্রেমে রোজ শব্দ বসুক

খামখেয়ালের সুরে

আমাদের গল্পগুলো...

আমাদের গল্পগুলো

অল্প সময় ঘর পাতালো

তারপর হারিয়ে গেলো

তোমায় আমায় নিয়ে

আগে যদি বুঝতো তারা

মনের নদীর তল পাবে না

বেহায়া মুখ পোড়াতো

অন্য কোথাও গিয়ে

বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে...

বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে...

বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে...

Selengkapnya dari Lagnajita Chakraborty

Lihat semualogo

Kamu Mungkin Menyukai