menu-iconlogo
huatong
huatong
avatar

Gane Gane Daki Maola Tomare/গানে গানে ডাকি মাওলা তোমারে

Lailahuatong
naxopana37huatong
Lirik
Rekaman
গানে গানে ডাকি মাওলা তোমা...রে......

আমার সুরে সুরে ডাকি আল্লাহ্‌ তোমারে...

কবুল করিও তোমা...র দা...স রে

গানে গানে ডাকি মাওলা তোমারে..

আমি সুরে সুরে খুঁজি মাওলা তোমারে

কবুল করিও তোমার দাস রে

আল্লাহ্‌ ক্ষমা করো মালিক আমারে

আল্লাহ্‌ আদমকে করিলা ক্ষমা

মস্ত গুনাহগার...

নবী ইব্রাহীম কে আগুণ হইতে

করিলা উদ্ধার

আল্লাহ্‌ আদমকে করিলা ক্ষমা

মস্ত গুনাহগার......

নবী ইব্রাহীম কে আগুণ হইতে

করিলা উদ্ধার

বেহেশতের বাগান করলা আগুণ রে আল্লাহ্‌

তোমার বেহেশতের বাগান করলা আগুণ রে

কবুল করিও তোমার দাস রে

মাওলা কবুল করিও তোমার পা...পী রে

নবী ইউনুসরে করিলা দয়া

মাছেরও ভিতর...

নবী মুসারে করিলা দয়া

পুড়ল কহুতর

নবী ইউনুসরে করিলা দয়া

মাছেরও ভিত...... র

নবী মুসারে করিলা দয়া

পুড়ল কহুতর

কীড়া হতে বাঁচাও নবী আয়ুব রে দয়াল

তুমি কীড়া হতে বাঁচাও নবী আয়ুব রে

ক্ষমা করো মালিক দাসে রে তুমি

ক্ষমা করিও তোমার দা...স রে

মাওলা আমি তোমার পাপী বান্দা

তাইতো মনে ড...র

শেষ নিদানে দয়া নারে ভাব যদি পর

আরে আমি তোমার পাপী বান্দা

তাইতো মনে ড...র

শেষ নিদানে দয়া নারে ভাব যদি পর

ডুবে মরবে

আরে ডুবে মরবে আবুল সরকার

ডুবে মরবে আবুল সরকার

ডুবে মরবে আবুল সরকার

বালু চড়ে...

ডুবে মরবে আবুল সরকার

বালু চড়ে...

কবুল করিও তোমার দাস রে

আল্লাহ্‌ কবুল করিও তোমার দাস রে

গানে গানে ডাকি মাওলা তোমা...রে......

সুরে সুরে খুঁজি মালিক তোমারে...

কবুল করিও তোমা...র দা...স রে

আল্লাহ্‌ কবুল করিও তোমার দাসে রে

আল্লাহ্‌ কবুল করিও তোমা...র দা...স রে

আল্লাহ্‌ কবুল করিও তোমা...র দাসে রে

ক্ষমা করো মালিক... আমারেএ এ এ এ এ

Selengkapnya dari Laila

Lihat semualogo

Kamu Mungkin Menyukai