menu-iconlogo
huatong
huatong
lata-mangeshkarsalil-chowdhury-keno-je-kandao-bare-bare-cover-image

Keno Je Kandao Bare Bare

Lata Mangeshkar/Salil Chowdhuryhuatong
sk8erpunkgirlhuatong
Lirik
Rekaman
কেন যে কাঁদাও.., বারে বারে

থেমেছে, ক্রন্দনে ছন্দ-হীনা বীণা

তবু কেন, তুমি আবার তারে

বাজাও কি সুরের সন্ধানে জানি না

কেন যে কাঁদাও.., বারে বারে

থেমেছে, ক্রন্দনে ছন্দ-হীনা বীণা

তবু কেন, তুমি আবার তারে

বাজাও কি সুরের সন্ধানে জানি না ...

কেন যে কাঁদাও....

বলো কেমন করে আজ রাখি ধরে

মন পাখি যে বিবাগী তারে কিসের জোরে

বৃথাই শুধু এ নয়ন ঝরে

বলো কেমন করে আজ রাখি ধরে

মন পাখি যে বিবাগী তারে কিসের জোরে

বৃথাই শুধু এ নয়ন ঝরে

বলো কেমন করে..

চলে গেছে সরে যারা দূরে সুরে সুরে ডেকো না

কেন যে কাঁদাও....

কি যেন সে কথা কবে কানে কানে

বলে ভুলে গেছো চলে দূরে কিসের টানে

কু-হু কু-হু কোকিলার গানে

কি যেন সে কথা কবে কানে কানে

বলে ভুলে গেছো চলে দূরে কিসের টানে

কু-হু কু-হু কোকিলার গানে

কি যেন সে কথা..

আজ তারই মনে অকারনে ক্ষণে ক্ষণে এনো না

কেন যে কাঁদাও.., বারে বারে

থেমেছে, ক্রন্দনে ছন্দ-হীনা বীণা

তবু কেন, তুমি আবার তারে

বাজাও কি সুরের সন্ধানে জানি না...

কেন যে কাঁদাও.......

Selengkapnya dari Lata Mangeshkar/Salil Chowdhury

Lihat semualogo

Kamu Mungkin Menyukai