menu-iconlogo
huatong
huatong
avatar

Listener's Track- Tumi Hothat Haway

Listener/Aninditahuatong
🎸🎸muSic_lOver_Bd🎸🎸huatong
Lirik
Rekaman
তুমি  হঠাৎ-হাওয়ায়

শিল্পী - শামসিয়া হক শাম্মি

Listener's Track

***************

তুমি  হঠাৎ-হাওয়ায়

ভেসে-আসা ধন--

তুমি  হঠাৎ-হাওয়ায়

তাই হঠাৎ-পাওয়ায় চমকে ওঠে মন

তুমি  হঠাৎ-হাওয়ায়

ভেসে-আসা ধন--

তুমি  হঠাৎ-হাওয়ায়

Listener's Track

**************

গোপন পথে আপন-মনে

বাহির হও যে কোন্‌ লগনে,

গোপন পথে আপন-মনে

বাহির হও যে কোন্‌ লগনে,

হঠাৎ-গন্ধে মাতাও সমীরণ

তুমি  হঠাৎ-হাওয়ায়

ভেসে-আসা ধন--

তুমি  হঠাৎ-হাওয়ায়

Listener's Track

****************

নিত্য যেথায় আনাগোনা

হয় না সেথায় চেনাশোনা,

উড়িয়ে ধুলো আসছে কতই জন

****************

কখন পথের বাহির থেকে

হঠাৎ-বাঁশি যায় যে ডেকে

কখন পথের বাহির থেকে

হঠাৎ-বাঁশি যায় যে ডেকে

পথহারাকে করে সচেতন

তুমি  হঠাৎ-হাওয়ায়

ভেসে-আসা ধন--

তুমি  হঠাৎ-হাওয়ায়

তাই হঠাৎ-পাওয়ায় চমকে ওঠে মন

তুমি  হঠাৎ-হাওয়ায়

ভেসে-আসা ধন--

তুমি  হঠাৎ-হাওয়ায়

***ধন্যবাদ***

Selengkapnya dari Listener/Anindita

Lihat semualogo

Kamu Mungkin Menyukai