menu-iconlogo
huatong
huatong
avatar

মন আমার - অঞ্জন দত্ত _ 4_Rigan

Listenerhuatong
🎸🎸muSic_lOver_Bd🎸🎸huatong
Lirik
Rekaman
*******ইচ্ছে হলো বাজাতে গিটার********

**************অঞ্জন দত্ত**********

************Listener**********

তোমার কথা শুনতে ভালো লাগে, বন্ধুরা বলে

শুনায় তোমার কথা আমায় প্রায়

তাই শুনলাম তোমার কথা গান শোনার ছলে

শুনলাম তোমাকে তাই

অনেক কথা, কত কথা, কত কথার সুরে

ভরে গেল ভেতরটা আমার

ইচ্ছে হলো বলতে কথা সুরের তালে তালে

আমার ইচ্ছে হলো বাঁজাতে গীটার

মন আমার.....

মন আমার......

মন আমার.....

*********************

মিথ্য কথায় হারিয়ে যাওয়া ব্যর্থ এ বাজারে

অর্থ নিয়ে এলো তোমার গান

গানের ভাষা নতুন আশা উঠলো নেচে তোমার কথায়

উঠলো নেচে অনেকের প্রান

সত্যি কথা সহজ করে বলার সাহস পেলাম ফিরে

কোথায় যেন ভেতরে আমার

কথার নেশা ছড়িয়ে দেবার ইচ্ছেটা যে হলো আবার

ইচ্ছে হলো বাঁজাতে গীটার

মন আমার....

মন আমার..

মন আমার...

গানের কোন প্রস্তুতি নেই, নেই যে শেকড় বাকড়

মাল কসকি পিলো ভৈরবী

গলায় আমার নেই যে কোন রেওয়াজ করার স্বভাব

এই অভাব আমার থাকবে চিরদিন

গানের কোন প্রস্তুতি নেই, নেই যে শেকড় বাকড়

মাল কসকি পিলো ভৈরবী

গলায় আমার নেই যে কোন রেওয়াজ করার স্বভাব

এই অভাব আমার থাকবে চিরদিন

আমার শুধু ছিল, আছে কাটকুট্টা বাস্তবটা

আমার শুধু ছিল, আছে কাটকুট্টা বাস্তবটা

দিবা রাত্রি আপোষ আর আপোষ

রবীন্দ্র কি গণ সঙ্গীত কোনটাই ঠিক দিচ্ছিলনা

বুকের ভেতর রেগে উঠার রোষ

গানটা আমার গাইবার এই ইচ্ছেটা যে ছিলনা তো

গানটা ছিল শুধুই শোনার

অভ্যেসটা ছিল কথার তালে কথার জবাব দেওয়া

কথা কেড়ে নেবার স্বভাব

তোমার কথার সুত্র ধরে পথ হারিয়ে নতুন করে

ইচ্ছে হলো কথাটা বলার

কথায় কথা বাড়ে, তাই বলছি ছোট্ট করে

আমার ইচ্ছে হলো বাঁজাতে গীটার

মন আমার,

মন আমার,

মন আমার

তোমার কথা শুনতে ভালো লাগে, অনেকেই বলে

শুনায় তোমার কথা আমায় প্রায়

তাই শুনলাম তোমার কথা গান শোনার ছলে

শুনলাম তোমাকে চাই

অনেক কথা, কত কথা, কত কথার সুরে

ভরে গেল ভেতরটা আমার

ইচ্ছে হলো বলতে কথা সুরের তালে তালে

আমার ইচ্ছে হলো বাঁজাতে গীটার

মন আমার......

মন আমার.....

মন আমার......

********ধন্যবাদ*********

Selengkapnya dari Listener

Lihat semualogo

Kamu Mungkin Menyukai