menu-iconlogo
huatong
huatong
Lirik
Rekaman
দখিন হাওয়া, জাগো জাগো

জাগাও, জাগাও, জাগাও আমার সুপ্ত এ প্রাণ

আমি বেণু, আমার শাখায়

নীরব যে হায় কত না গান

জাগো জাগো

দখিন হাওয়া, জাগো জাগো

পথের ধারে আমার কারা ওগো পথিক বাঁধনহারা

পথের ধারে আমার কারা ওগো পথিক বাঁধনহারা

নৃত্য তোমার চিত্তে আমার

মুক্তিদোলা করে যে দান

জাগো জাগো

দখিন হাওয়া, জাগো জাগো

গানের পাখা যখন খুলি, বাধা বেদন তখন ভুলি

গানের পাখা যখন খুলি, বাধা বেদন তখন ভুলি

যখন আমার বুকের মাঝে তোমার পথের বাঁশি বাজে

যখন আমার বুকের মাঝে তোমার পথের বাঁশি বাজে

বন্ধভাঙার ছন্দে আমার মৌন-কাঁদন হয় অবসান

জাগো জাগো

দখিন হাওয়া, জাগো জাগো

জাগাও, জাগাও, জাগাও আমার সুপ্ত এ প্রাণ

আমি বেণু, আমার শাখায়

নীরব যে হায় কত না গান

জাগো জাগো

দখিন হাওয়া, জাগো জাগো

Selengkapnya dari Madhurima Dutta Choudhury/Manomay Bhattacharya

Lihat semualogo

Kamu Mungkin Menyukai