menu-iconlogo
huatong
huatong
avatar

Tor Mon Paray

mahdi sultanhuatong
꧁❥MD-SHAKIL❥🇧🇩❤️࿐RGThuatong
Lirik
Rekaman
তোর মন পাড়ায়,

থাকতে দে আমায়

আমিচুপটি করে দেখবো

আর ডাকবো ইশারায় ।

তুই চাইলে বল,

আমার সঙ্গে চল

ওই উদাস পুরের বৃষ্টিতে

আজ ভিজবো দুজনায় ।

অভিমানী মন আমার

চায় তোকে বারেবার

অভিমানী মন আমার

চায় তোকে বারেবার

তাই বলি আয়রে ছুটে আয়..

তোরমন পাড়ায়,

থাকতে দে আমায়

আমিচুপটি করে দেখবো

আর ডাকবো ইশারায় ।

তুই চাইলে বল,

আমার সঙ্গে চল

ওই উদাস পুরের বৃষ্টিতে

আজ ভিজবো দুজনায় ।

রাত জাগা তারা ফ্যামিলি

তোর হৃদয় আঙিনায়,

থাকতে আমি চাই

তুই ছাড়া বাঁচার নেই রে উপায়

কিভাবে ওরে, তোকে ছেড়ে

একাকী আমি জীবন কাটাই ।

অভিমানী মন আমার

চায় তোকে বারেবার

অভিমানী মন আমার

চায় তোকে বারেবার

তাই বলি আয় রে ছুটে আয়...

তোর মন পাড়ায়,

থাকতে দে আমায়

আমি চুপটি করে দেখবো

আর ডাকবো ইশারায় ।

তুই চাইলে বল,

আমার সঙ্গে চল

ওই উদাস পুরের বৃষ্টিতে

আজ ভিজবো দুজনায় ।

রাত জাগা তারা ফ্যামিলি

শুধু তোকে ঘিরে,

শত স্বপ্নের ভিড়ে

এখন আমার বসবাস

তুই এলে জীবনে,

পাবো বাঁচার মানে

পাবো সুখেরি আভাস..

অভিমানী মন আমার

চায় তোকে বারেবার

অভিমানী মন আমার

চায় তোকে বারেবার

তাই বলি আয় রে ছুটে আয় ।

ওই উদাস পুরের বৃষ্টিতে

আজ ভিজবো দুজনায় ।

তোর মন পাড়ায়,

থাকতে দে আমায়

আমি চুপটি করে দেখবো

আর ডাকবো ইশারায় ।

তুই চাইলে বল,

আমার সঙ্গে চল

ওই উদাস পুরের বৃষ্টিতে

আজ ভিজবো দুজনায় ।

লালা লালা... লালা লা লা

লালা লালা... লালা লা লা

লালা লালা... লালা লা লা

লালা লালা... লালা লা লা

ধন্যবাদ সবাইকে

রাত জাগা তারা ফ্যামিলির পক্ষ থেকে

Selengkapnya dari mahdi sultan

Lihat semualogo

Kamu Mungkin Menyukai