menu-iconlogo
huatong
huatong
avatar

Shagorika

Mahtim Sakibhuatong
skeaterbugg1968huatong
Lirik
Rekaman
আকাশ ছুঁয়েছে মাটিকে

আমি ছুঁয়েছি তোমায়

প্রজাপতি ছুঁয়েছে ফুল

তুমি ছুঁয়েছো আমায়

সাগরিকা ... বেঁচে আছি

তোমারি ভালোবাসায় ... ।

আকাশ ছুঁয়েছে মাটিকে

আমি ছুঁয়েছি তোমায়

প্রজাপতি ছুঁয়েছে ফুল

তুমি ছুঁয়েছো আমায়

সাগরিকা ... বেঁচে আছি

তোমারি ভালোবাসায় ... ।

আকাশে, বাতাসে

এই কথা জানিয়ে দেবো

তোমাকে, না পেলে

আমি তখনই মরে যাবো

আকাশে, বাতাসে

এই কথা জানিয়ে দেবো

তোমাকে, না পেলে

আমি তখনই মরে যাবো

সাগরিকা ... বেঁচে আছি

তোমারি ভালোবাসায় ...।

আকাশ ছুঁয়েছে মাটিকে

আমি ছুঁয়েছি তোমায়

প্রজাপতি ছুঁয়েছে ফুল

তুমি ছুঁয়েছো আমায়

সাগরিকা ... বেঁচে আছি

তোমারি ভালোবাসায় ...।

বিরহে, মিলনে

আছো আনন্দ অভিমানে

চাওয়াতে, পাওয়াতে

আছো এই জীবনের গানে

বিরহে, মিলনে

আছো আনন্দ অভিমানে

চাওয়াতে, পাওয়াতে

আছো এই জীবনের গানে

সাগরিকা ... বেঁচে আছি

তোমারি ভালোবাসায় ... ।

আকাশ ছুঁয়েছে মাটিকে

আমি ছুঁয়েছি তোমায়

প্রজাপতি ছুঁয়েছে ফুল

তুমি ছুঁয়েছো আমায়

সাগরিকা ... বেঁচে আছি

তোমারি ভালোবাসায় ...।

আকাশ ছুঁয়েছে মাটিকে

আমি ছুঁয়েছি তোমায়

প্রজাপতি ছুঁয়েছে ফুল

তুমি ছুঁয়েছো আমায়

সাগরিকা ... বেঁচে আছি

তোমারি ভালোবাসায় ...।

Selengkapnya dari Mahtim Sakib

Lihat semualogo

Kamu Mungkin Menyukai