menu-iconlogo
huatong
huatong
avatar

Bichchheder

Mamunhuatong
skckwilsonhuatong
Lirik
Rekaman
M বিচ্ছেদের অনলে যায় পুড়ে,

তবু কেনো থাকো দুরে রে

তুমি আমার,

মনের কষ্ট বুঝলা না রে।

নিঠুর প্রিয়া,

মনের কষ্ট বুঝলা না রে।

F বিচ্ছেদের অনলে যায় পুড়ে,

তবু কেনো থাকো দুরে রে

তুমি আমার,

মনের কষ্ট বুঝলা না রে।

নিঠুর প্রিয়,

মনের কষ্ট বুঝল না রে।

M বলেছিলে আমায় ভালোবেসে,

সারা জনম থাকবে পাশে রে আশা কইরা,

আশা পূরণ হইল না রে।

F বলেছিলে আমায় ভালোবেসে,

সারা জনম থাকবে পাশে রে আশা কইরা,

আশা পুরন হইলো না রে।

M বিচ্ছেদের অনলে যায় পুড়ে,

তবু কেন থাকো দূরে রে

তুমি আমার,

মনের কষ্ট বুঝলা না রে।

নিঠুর প্রিয়া,

মনের কষ্ট বুঝলে না রে।

M বুকের মাঝে মনের ও পিঞ্জরে,

রেখেছিলাম যতন করে রে

খাঁচার পাখি,

খাঁচায় তুমি থাকলে না রে।

F বুকের মাঝে মনের ও পিঞ্জরে,

রেখেছিলাম যতন করে রে খাঁচার পাখি ,

খাঁচায় তুমি থাকলা না রে।

M বিচ্ছেদের অনলে যায় পুড়ে,

তবু কেনো থাকো দুরে রে

তুমি আমার,

মনের কষ্ট বুঝলা না রে।

নিঠুর প্রিয়া,

মনের কষ্ট বুঝলা নারে।

M ভুইলা গিয়া শপথের কথা,

এই অন্তরে দিলা ব্যথা রে

তুমি কথা,

দিয়াও কথা রাখলা না রে

F ভুইলা গিয়া শপথের কথা,

এই অন্তরে দিলা ব্যথা রে

তুমি কথা,

দিয়াও কথা রাখলা না রে

M বিচ্ছেদের অনলে যায় পুড়ে,

তবু কেনো থাকো দুরে রে

তুমি আমার,

মনের কষ্ট বুঝলা না রে।

নিঠুর প্রিয়া,

মনের কষ্ট বুঝলা না রে।

বিচ্ছেদের অনলে যায় পুড়ে

Selengkapnya dari Mamun

Lihat semualogo

Kamu Mungkin Menyukai