menu-iconlogo
huatong
huatong
Lirik
Rekaman
আমি ফুল না হয়ে কাঁটা হয়েই বেশ ছিলাম

ও আমি ফুল না হয়ে কাঁটা হয়েই বেশ ছিলাম

জানিনা কোন ভুলে তোমার আঁচলে জড়ালাম

আমি সুখ না হয়ে দুঃখ হয়েই বেশ ছিলাম

কেন যে তোমার বুকেrর দীর্ঘশ্বাস ছড়ালাম

সকলেই অঝর ধারার..বৃষ্টি কি আর হয়

কেউ কেউ আগুন হয়েই সারাজীবন রয়

আমি অনেক দূরের ফাগুন হয়েই বেশ ছিলাম

ও আমি অনেক দূরের ফাগুন হয়েই বেশ ছিলাম

কেন যে কাছে এসে তোমার মনে ছড়ালাম

আমি ফুল না হয়ে কাঁটা হয়েই বেশ ছিলাম

চাইলে মনের মত মন কি সবাই পায়

জীবনে অনেক কিছুই শূণ্য রয়ে যায়

আমি আমার ব্যথার বোঝা নিয়েই বেশ ছিলাম

ও আমি আমার ব্যথার বোঝা নিয়েই বেশ ছিলাম

সম ব্যথার আশায় কেন যে হাত বাড়ালাম

আমি সুখ না হয়ে দুঃখ হয়েই বেশ ছিলাম

ও আমি ফুল না হয়ে কাঁটা হয়েই বেশ ছিলাম

সমাপ্ত

Selengkapnya dari Manna Dey/Pravash Dey আমি ফুল না হয়ে Bangla ᴴᴰ

Lihat semualogo

Kamu Mungkin Menyukai