menu-iconlogo
huatong
huatong
manna-dey-coffee-houser-sei-addata-aaj-aar-nei-cover-image

Coffee Houser Sei Addata Aaj Aar Nei

Manna Deyhuatong
pete.salhuatong
Lirik
Rekaman
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

কোথায় হারিয়ে গেল

সোনালী বিকেলগুলো সেই

আজ আর নেই

লালা লাল লাল্লা লাল্লাল্লা লা লালা লা

লালা লালা লা

নিখিলেশ প্যারিসে, মঈদুল ঢাকাতে

নেই তারা আজ কোন খবরে

গ্র্যাণ্ডের গীটারিস্ট গোয়ানীস ডিসুজা

ঘুমিয়ে আছে যে আজ কবরে

কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে

পাগলা গারদে আছে রমা রায়

অমলটা ধুঁকছে দুরন্ত ক্যানসারে

জীবন করে নি তাকে ক্ষমা হায়

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

কোথায় হারিয়ে গেল

সোনালী বিকেলগুলো সেই

আজ আর নেই

সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে

শুনেছি তো লাখ্ পতি স্বামী তার

হীরে আর জহরতে আগাগোড়া মোড়া সে

গাড়ীবাড়ী সবকিছু দামী তার

আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল

বিজ্ঞাপনের ছবি আঁকতো

আর চোখ ভরা কথা নিয়ে

নির্বাক শ্রোতা হয়ে

ডিসুজাটা বসে শুধু থাকতো ওওও......

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

একটা টেবিলে সেই তিন চার ঘন্টা

চারমিনারটা ঠোঁটে জ্বলতো

কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায়

এই নিয়ে তর্কটা চলতো

রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক

কাজ সেরে ঠিক এসে জুটতাম

চারটেতে শুরু হয়ে জমিয়ে আড্ডা মেরে

সাড়ে সাতটায় ঠিক উঠতাম

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ

মুছে যাবে অমলের নামটা

একটা কবিতা তার হোল না কোথাও ছাপা

পেলনা সে প্রতিভার দামটা

অফিসের সোশালে ‘অ্যামেচার’ নাটকে

রমা রায় অভিনয় করতো

আর কাগজের রিপোর্টার মঈদুল এসে রোজ

কি লিখেছে তাই শুধু পড়তো

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

কোথায় হারিয়ে গেল

সোনালী বিকেলগুলো সেই

আজ আর নেই

সেই সাত জন নেই আজও টেবিলটা তবু আছে

সাতটা পেয়ালা অজোও খালি নেই

একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি

শুধু সেই সেদিনের মালী নেই

কত স্বপনের রোদ ওঠে এই কফি হাউসে

কত স্বপ্ন মেঘে ঢেকে যায়

কত জন এল গেলো কতজনই আসবে

কফি হাউসটা শুধু থেকে যায়

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

কোথায় হারিয়ে গেল

সোনালী বিকেলগুলো সেই

আজ আর নেই

লালা লাল লাল্লা লাল্লাল্লা লা লালা লা

লালা লালা লা

কোথায় হারিয়ে গেল

সোনালী বিকেলগুলো সেই

আজ আর নেই

Selengkapnya dari Manna Dey

Lihat semualogo

Kamu Mungkin Menyukai