menu-iconlogo
huatong
huatong
avatar

Ami Sakol Kajer Pai He Somoy

Manomay Bhattacharyahuatong
꧁༺💘A.k.mitra💘༻꧂huatong
Lirik
Rekaman
আমি সকল কাজের পাই হে সময়

তোমারে ডাকিতে পাই নে,

আমি সকল কাজের পাই হে সময়

তোমারে ডাকিতে পাই নে,

আমি চাহি দারা সুত সুখ সম্মিলন

তব সঙ্গ সুখ চাই নে।।

আমি সকল কাজের পাই হে সময়

তোমারে ডাকিতে পাই নে,

আমি কতই যে করি বৃথা পর্যটন

তোমার কাছে তো যাই নে~~

আমি কতই যে করি বৃথা পর্যটন

তোমার কাছে তো যাই নে~~

আমি কত কি যে খাই ভস্ম আর ছাই

তব প্রেমামৃত খাই নে।।

আমি সকল কাজের পাই হে সময়

তোমারে ডাকিতে পাই নে,

আমি কত গান গাহি মনের হরষে

তোমার মহিমা গাই নে;

আমি বাহিরের দুটো আঁখি মেলে চাই

জ্ঞান আঁখি মেলে চাই নে।।

আমি কার তরে দেই আপনা বিলায়ে

ও পদতলে বিকাই নে~~

আমি কার তরে দেই আপনা বিলায়ে

ও পদতলে বিকাই নে~~

আমি সবারে শিখাই কত নীতি কথা

মনেরে শুধু শিখাই নে।।

আমি সকল কাজের পাই হে সময়

তোমারে ডাকিতে পাই নে,

আমি চাহি দারা সুত সুখ সম্মিলন

তব সঙ্গ সুখ চাই নে।।

আমি সকল কাজের পাই হে সময়

তোমারে ডাকিতে পাই নে..

?জয়?মা?

Selengkapnya dari Manomay Bhattacharya

Lihat semualogo

Kamu Mungkin Menyukai