menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi Nirmal Koro

Manomay Bhattacharyahuatong
porter500huatong
Lirik
Rekaman
তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে ।।

তব, পূণ্য-কিরণ দিয়ে যাক্, মোর মোহ-কালিমা ঘুচায়ে।

মলিন মর্ম মুছায়ে ।

তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে ।

লক্ষ্য-শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে,

জানি না কখন ডুবে যাবে কোন্ অকুল-গরল-পাথারে!

প্রভু, বিশ্ব-বিপদহন্তা, তুমি দাঁড়াও, রুধিয়া পন্থা;

তব, শ্রীচরণ তলে নিয়ে এস, মোর মত্ত-বাসনা গুছায়ে!

মলিন মর্ম মুছায়ে ।

তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে ।

আছ, অনল-অনিলে, চিরনভোনীলে, ভূধরসলিলে, গহনে;

আছ, বিটপীলতায়, জলদের গায়, শশীতারকায় তপনে।

আমি, নয়নে বসন বাঁধিয়া, ব'সে, আঁধারে মরিগো কাঁদিয়া;

আমি, দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বুঝায়ে।

মলিন মর্ম মুছায়ে ।

তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে ।

তব, পূণ্য-কিরণ দিয়ে যাক্, মোর মোহ-কালিমা ঘুচায়ে।

মলিন মর্ম মুছায়ে ।

তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে ।

Selengkapnya dari Manomay Bhattacharya

Lihat semualogo

Kamu Mungkin Menyukai