এক জনে ছবি আঁকে এক মনে, ও মন
আরেক জনে বসে বসে-
এক জনে ছবি আঁকে এক মনে, ও মন
আরেক জনে বসে বসে রঙ মাখে, ও মন
এক জনে ছবি আঁকে এক মনে, ও মন
আরেক জনে বসে বসে রঙ মাখে, ও মন
সেই ছবিখান নষ্ট করে কোন জনা, কোন জনা
সেই ছবিখান নষ্ট করে কোন জনা, কোন জনা
তোমার ঘরে বসত করে কয় জনা, মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা
তোমার ঘরে বসত করে কয় জনা
তোমার ঘরে বসত করে কয় জনা
একজনে সুর তোলে এক গানে, ও মন
আরেকজনে মন্দিরাতে তাল তোলে, ও মন
একজনে সুর তোলে এক গানে, ও মন
আরেকজনে মন্দিরাতে তাল তোলে, ও মন
বেসুরা সুর ধরে দেখো কোন জনা, কোন জনা
বেসুরা সুর ধরে দেখো কোন জনা, কোন জনা
তোমার ঘরে বসত করে কয় জনা, মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা
তোমার ঘরে বসত করে কয় জনা, মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা
বসত করে কয় জনা