আমি কাব্য লিখি খুব গোপনে
সে কাব্যে আছে তোমার নাম
জানি দেখিনি তোমায় আজো
তবু করে রেখেছো মাতাল
তাহলে কি সব কিছুই মিথ্যে?
পাবো না কি তোমাকে খুঁজে?
প্রশ্ন করি তোমাকে আমি আজ
যাচ্ছি ছুটে বহুদূরে
যেন পৃথিবী ছেড়ে
জানে না কেউ, জানে না কেউ
আর বৃষ্টিতে ভিজে, নেচে
ভালোই আছি বেঁচে
বাড়ি নাও আমায়
প্রিয় বাড়িতে এখন
ভালো লাগে না যখন