menu-iconlogo
huatong
huatong
avatar

পুত্র এখন পয়সা ওয়ালা শিল্পী রবি চৌধুরী

MD.Anisulhuatong
〘🆔᪣Md.Anisul᪣🏡🆂🆂🅰〙huatong
Lirik
Rekaman
Uplode By Md,Anisul

পুত্র এখন পয়সাওয়ালা।।বাড়ি যে তার তিন চার তালা,

সব তালাতে ঘর আছে,মায়ের নাই রে ঘর

বিয়ের পরে বউ আপন,মা এখন পর

সপ্তসুর সঙ্গীত একাডেমী

ক্যাপ্টেন SA.Rakib

পুত্র এখন পয়সাওয়ালা।।

পুত্র এখন পয়সাওয়ালা।।

বাড়ি যে তার তিন চার তালা

সব তালাতে ঘর আছে,মায়ের নাই রে ঘর

বিয়ের পরে বউ আপন,মা এখন পর

বিয়ের পরে বউ আপন,মা এখন পর।

সপ্তসুর সঙ্গীত একাডেমী

ক্যাপ্টেন SA.Rakib

মাথাতে রাখেনি পুত্র,উকুন তারে খাবে,

মাটিতে রাখেনি পুত্র,পিঁপড়ায় নিয়ে যাবে।।

মাথাতে রাখেনি পুত্র,উকুন তারে খাবে,

মাটিতে রাখেনি পুত্র,পিঁপড়ায় নিয়ে যাবে।।

অসুখ বিসুখ হলে পরে,দু হাত তুলে চিৎকার করে

ওরে বিধি আমায় নিয়ে,বাঁচাও তুমি তারে

সে মায়েরে এখন আর নেয় না খবর

এই বাড়িটা মায়ের কাছে,অন্ধকার কবর

পুত্র এখন পয়সাওয়ালা।

সপ্তসুর সঙ্গীত একাডেমী

ক্যাপ্টেন SA.Rakib

আসতে মানা যেতে মানা,,বসতেও তার মানা,

এই যুগেরই চলন বলন,,কিছুই নাই তার জানা।।

আসতে মানা যেতে মানা,বসতেও তার মানা,

এই যুগেরই চলন বলন,কিছুই নাই তার জানা।।

পুত্র বকে বউ বকে,এত জ্বালা সয়না বুকে

অভিশাপের কথা তবু,আনে না সে মুখে

এই বাড়িতে ঝি চাকরের,কতই না আদর !

হতভাগী মায়ের কোনো,নেই যে কোন কদর।

পুত্র এখন পয়সাওয়ালা।।,বাড়ি যে তার তিন চার তালা

Selengkapnya dari MD.Anisul

Lihat semualogo

Kamu Mungkin Menyukai