menu-iconlogo
huatong
huatong
avatar

Tomra Jara aj Amader

Md.Khurshid Alamhuatong
༄❥⃝𖤓M.MOIN❥⃝♻️🅱🆂🅰♻️huatong
Lirik
Rekaman
বাংলা সঙ্গীত একাডেমী...

তোমরা যারা আজ আমাদের,ভাবছ মানুষ কিনা...

আমরা মানুষ ভাগ্য শুধু করলো প্রবঞ্চনা...

তোমরা যারা আজ আমাদের,ভাবছ মানুষ কিনা...

আমরা মানুষ ভাগ্য শুধু করলো প্রবঞ্চনা...

করলো প্রবঞ্চনা...

তোমরা যারা আজ আমাদের,ভাবছ মানুষ কিনা...

খিদে পেলে আমাদেরও পেটে আগুন জ্বলে,

সুখে হাসি,দুখে আবার ভাসি চোখের জলে...

খিদে পেলে আমাদেরও পেটে আগুন জ্বলে,

সুখে হাসি,দুখে আবার ভাসি চোখের জলে...

এই জীবনে আমাদেরও আছে বাসনা...

মানুষ নামে বেঁচে থাকার স্বপ্ন সাধনা...

তোমরা যারা আজ আমাদের,ভাবছ মানুষ কিনা...

আমরা মানুষ ভাগ্য শুধু করলো প্রবঞ্চনা...

তোমরা যারা আজ আমাদের,ভাবছ মানুষ কিনা...

এই শহরে তোমরা থাকো দালানকোঠা পরে...

আমরা না হয় কষ্ট করি রোদ-বৃষ্টি-ঝড়ে,

এই শহরে তোমরা থাকো দালানকোঠা পরে...

আমরা না হয় কষ্ট করি রোদ-বৃষ্টি-ঝড়ে,

আছে গাড়ি টাকাকড়ি তোমরা সুখীজন...

আমাদের এই দুঃখ দেখে তোমরা হেসো না,

তোমরা যারা আজ আমাদের,ভাবছ মানুষ কিনা...

আমরা মানুষ ভাগ্য শুধু করলো প্রবঞ্চনা...

করলো প্রবঞ্চনা...

তোমরা যারা আজ আমাদের,ভাবছ মানুষ কিনা...।

আল বিদা...

Selengkapnya dari Md.Khurshid Alam

Lihat semualogo

Kamu Mungkin Menyukai