হুম হুমহুমহুমহুমহুম
.. ..
সুরে সুরে, হৃদয় মাতানো
কোলাহলে দেখেছি
সেই মেয়েটি
যাকে খুঁজেছি অনন্তকাল
এইতো আমি
যাকে চেয়েছিলে চিরকাল
মনে পড়ে কি তোমার, সেই স্মৃতি
দিশেহারা হারা যাবার ভয়ে আছি..
নীলাকাশের বুকে লিখে দাও
শুধুই আমাকে তুমি ফিরে চাও।
দৃষ্টি জড়িয়ে যেথায় রৌদ্র হাসি
রঙধনুর রঙে তোমায় ভালোবাসি..
মনে পড়ে কি তোমার, সেই স্মৃতি
দিশেহারা হারা যাবার ভয়ে আছি
নীলাকাশের বুকে লিখে দাও
শুধুই আমাকে তুমি ফিরে চাও।
সুরে সুরে, হৃদয় মাতানো
কোলাহলে দেখেছি
সেই মেয়েটি
যাকে খুঁজেছি অনন্তকাল
এইতো আমি
যাকে চেয়েছিলে চিরকাল
মনে পড়ে কি তোমার,সেই স্মৃতি
দিশেহারা হারা যাবার ভয়ে আছি..
নীলাকাশের বুকে লিখে দাও
শুধুই আমাকে তুমি ফিরে চাও।
..thank you..