menu-iconlogo
huatong
huatong
avatar

Esho Amar Shohore

Meghdolhuatong
Ishtiaque🤘🔥huatong
Lirik
Rekaman
এই ধুলো-ধুলো শহর তোমার আমার

আসতে পারো, চলে যেতে পারো

এ পৃথিবীর বিষণ্ণ ধুলোয় মিশে যেতে পারো

তবু, এই বিষাদগ্রস্ত মেঘময় প্রাচীন শহর

বারবার তোমাকে ফিরে পেতে চাইবে

আগুনের দিন গুণছে সকাল

বাসস্টপে একা আলোর পথিক

রাতে ঝমঝম দিনের অসুখ পুড়ছে শহর

যে গল্পের নাম ঠিকানা

আমার কাছে আজও অজানা

সেই গল্পে ঠায় দাঁড়িয়ে গাইছি এ গান

এসো আমার শহরে

না বলা গল্পের অহেতুক ভীড়ে

এসো আমার শহরে

না বলা গল্পের অহেতুক ভীড়ে

জানি কোনোদিন ফিরে পাবো না

ফিরবার গান আর কোনোদিন

মুছে ফেল সব লাল নিশানা আলোর পথিক

প্রতিশোধগুলো জমা পড়ে থাক

শূন্য ডানায় গভীর বিষাদ

ধুলোয় জলে ভিজে একাকার অচিন শহর

এসো আমার শহরে

না বলা গল্পের অহেতুক ভীড়ে

এসো আমার শহরে

না বলা গল্পের অহেতুক ভীড়ে

আগুনের দিন গুণছে সকাল

বাসস্টপে একা আলোর পথিক

রাতে ঝমঝম দিনের অসুখ পুড়ছে শহর

যে গল্পের নাম ঠিকানা

আমার কাছে আজও অজানা

সেই গল্পে ঠায় দাঁড়িয়ে গাইছি এ গান

এসো আমার শহরে

না বলা গল্পের অহেতুক ভীড়ে

এসো আমার শহরে

না বলা গল্পের অহেতুক ভীড়ে

Selengkapnya dari Meghdol

Lihat semualogo

Kamu Mungkin Menyukai